-=শিল্পী:- কুমার শানু ও অনুরাধা=-
-=ফেমেলি:- SRF & RMP=-
-=আপলোড:- এ আর রিপন=-
-==অপেক্ষা করুন==-
[M] তোমারই ভাবনায়, আসেনা ঘুম~
তোমারই ভাবনায়, আসেনা ঘুম~
ওই রাত যতই, হোন নিঝুম~~
[F] তোমারই ভাবনায়, আসেনা ঘুম~
তোমারই ভাবনায়, আসেনা ঘুম
ওই রাত যতই, হোক নিঝুম~~
[M] তোমারই ভাবনায়, আসেনা ঘুম~~
-=আপলোড:- এ আর রিপন=-
জেগে বসে গুনে যাই
প্রহরের ওই ঘণ্টা~~
===================
জেগে বসে গুনে যাই
প্রহরের ওই ঘণ্টা~
উদাস উদাস হয়ে যায়
একলা থাকা এই মনটা
বিরহী প্রান....জানে~
বিরহী প্রান..জানে~
কি ব্যাথা কোন খানে~~
তোমারই ভাবনায়, আসেনা ঘুম
তোমারই ভাবনায়, আসেনা ঘুম
ওই রাত যতই, হোক নিঝুম~~
তোমারই ভাবনায়, আসেনা ঘুম~~
-=আপলোড:- এ আর রিপন=-
[F] ফুল ছড়ানো বিছানা
হায়রে কাটার সজ্জা~~
=====================
ফুল ছড়ানো বিছানা
হায়রে কাটার সজ্জা~
লোকের কাছে বলব কি
এতো আমার লজ্জা~
যদি এ....যৌবনে~
যদি এ...যৌবনে~
কেউ কাছে না টানে~~
তোমারই ভাবনায়, আসেনা ঘুম~
তোমারই ভাবনায়, আসেনা ঘুম~
ওই রাত যতই, হোক নিঝুম~~
[M] তোমারই ভাবনায়, আসেনা ঘুম
তোমারই ভাবনায়, আসেনা ঘুম~
ওই রাত যতই, হোক নিঝুম~~
-=আপলোড:- এ আর রিপন=-
======সমাপ্ত======