ছেলেঃ কত ভালবাসি আমি
কি করে বোঝাব
=============
হুম কত ভালবাসি আমি
কি করে বোঝাব
কতটা আপন তুমি
কিভাবে জানাবো
জানিনা নিজেই জানিনা
শুধু জানি তুমি ছাড়া আমি যে আমাকে
ভাবতে পারি না
==============
মেয়েঃ কত ভালবাসি আমি
কি করে বোঝাব
কতটা আপন তুমি
কিভাবে জানাবো
জানিনা নিজেই জানিনা
শুধু জানি তুমি ছাড়া আমি যে আমাকে
ভাবতে পারি না
=============
ছেলেঃ এ কত ভালবাসি আমি
-=আপলোড বাই মজিবুর=-
ঝর্না মাটিতে নেমে
নদী হতে পারে
নদী জানে ভালেবেসে
মিলতে সাগরে
================
মেয়েঃ ও কেন নদী ভালবাসে
সাগরের মোহনা
সে কথার যে সে
হয়তো জানেনা
কেন আমি ভালবাসি কেন ছুটে কাছে আসি
পারিনা বলতে পারিনা
ছেলেঃ কোনোদিনও তুমি ছাড়া আমি যে আমাকে
ভাবতে পারি না
==============
মেয়েঃ কত ভালবাসি আমি
-=আপলোড বাই মজিবুর=-
দু'জনে জীবন পথে
সাথী হয়ে চলব
ব্যথা ভুলে হাসিমুখে
সুখে আছি বলবো
=============
ছেলেঃ জানি এ জীবন পথে
আলো ছায়া থাকবে
শুধু যে আশার ছবি
ভালবাসা আঁকবে
তুমি নেই কাছাকাছি
তবু আমি সুখে আছি
পারিনা মানতে পারিনা
মেয়েঃ কোনোদিনও তুমি ছাড়া আমি যে আমাকে
ভাবতে পারি না
==============
ছেলেঃ হুম কত ভালবাসি আমি
কি করে বোঝাব
মেয়েঃ কতটা আপন তুমি
কিভাবে জানাবো
কত ভালবাসি আমি
কি করে বোঝাব
ছেলেঃ কতটা আপন তুমি
কিভাবে জানাবো
মেয়েঃ জানিনা নিজে জানিনা
ছেলেঃ শুধু জানি তুমি ছাড়া আমি যে আমাকে
ভাবতে পারি না..
মেয়েঃ কত ভালবাসি আমি
ছেলেঃ ও কত ভালবাসি আমি
মেয়েঃ কত ভালবাসি আমি
ছেলেঃ এ কত ভালবাসি আমি
====ধন্যবাদ====