menu-iconlogo
huatong
huatong
avatar

এই ভেজা রাত এই হাওয়া

মনির খানhuatong
shadow_kyrahuatong
가사
기록
এই ভেজা রাত, এই হাওয়া

একটু তোমায় কাছে পাওয়া

চাঁদ ডুবে যায় মেঘে মেঘে

অন্তরে কিছু কিছু চাওয়া

স্বপ্নের জানালায় উকি দেয় প্রেম

দূর থেকে অারো কাছে যাওয়া ও

এই ভেজা রাত, এই হাওয়া...

একটু তোমায় কাছে পাওয়া

আপলোড বাই

হৃদয়ে সাজাই অামি হাজারো অাশা

পড়ে দেখ চোখে সে না বলা ভাষা

হে,হৃদয়ে সাজাই অামি হাজারো অাশা

পড়ে দেখ চোখে সে না বলা ভাষা

স্বর্গ পাওয়া হলো তোমাকে পেয়ে

জোছনার'ই অালো দিয়ে ধুয়া ও

এই ভেজা রাত,এই হাওয়া...

একটু তোমায় কাছে পাওয়া

চাঁদ ডুবে যায় মেঘে মেঘে

অন্তরে কিছু কিছু চাওয়া

আপলোড বাই

হে,পৃথিবী রঙিন লাগে তোমাকে দেখে

ভালোবাসার রঙে যাই সে ছবি এঁকে

পৃথিবী রঙিন লাগে তোমাকে দেখে

ভালোবাসার রঙে যাই সে ছবি এঁকে

সূর্যের মত তুমি সত্যি অামার

রোদ হয়ে মনে দিলে ছোঁয়া ও.

এই ভেজা রাত, এই হাওয়া...

একটু তোমায় কাছে পাওয়া

চাঁদ ডুবে যায় মেঘে মেঘে

অন্তরে কিছু কিছু চাওয়া

স্বপ্নের জানালায় উকি দেয় প্রেম

দূর থেকে অারো কাছে যাওয়া ও

এই ভেজা রাত, এই হাওয়া

একটু তোমায় কাছে পাওয়া

ধন্যবাদ

মনির খান의 다른 작품

모두 보기logo

추천 내용