menu-iconlogo
huatong
huatong
avatar

তোমার কোন দোষ নেই tomar kono dos nei

মনির খানhuatong
가사
기록
তোমার কোন দোষ নেই

আমারই তো দোষ

আমারই তো ভুল

তোমার কোন দোষ নেই

আমারই তো দোষ

আমারই তো ভুল

ভালোবেসে আমি...

পাথরে ফোটাতে চেয়েছি ফুল..

আমারই তো ভুল

তোমার কোন দোষ নেই

আমারই তো দোষ

আমারই তো ভুল

আমি জেনেছি.......

বুন পায়রা......

কখনো মানেনা আপোস

আমি জেনেছি.......

বুন পায়রা..........

কখনো মানেনা আপোস

তুমি করলেনা তাই

তোমার নীতির সাথে একটু আপোস

জেনে গেছি আমি

তুমি ছিলে রঙ্গেরী পুতুল....

আমারই তো ভুল

তোমার কোন দোষ নেই

আমারই তো দোষ

আমারই তো ভুল

আমি মেনেছি.......

প্রেমেরি নীলা......

কপালে সহেনা আমার

আমি মেনেছি......

প্রেমেরি নীলা.........

কপালে সহেনা আমার

বুঝি মিললোনা তাই

আমার মনের সাথে মনটা তোমার

হেরে গেছি আমি

ঝরে গেছে মোনেরই মুকুল

আমারই তো ভুল

তোমার কোন দোষ নেই

আমারই তো দোষ

আমারই তো ভুল

ভালোবেসে আমি

পাথরে ফোটাতে চেয়েছি ফুল

আমারই তো ভুল

তোমার কোন দোষ নেই

আমারই তো দোষ

আমারই তো ভুল

মনির খান의 다른 작품

모두 보기logo

추천 내용