menu-iconlogo
huatong
huatong
avatar

Tumi Amar Hero - Analogue Mix

Anupam Roy/Ri8 Musichuatong
moseleyiahuatong
가사
기록
কতটা রাগ দেখালে রাগী?

সত্যি মিথ্যে আমি বুঝি না কি?

কতটা হাসলে তুমি happy?

তোমার হাসিটা মনে ধরে রাখি

একটু একটু করে বুঝতে পারছি আমি

যাচ্ছে দিনগুলো যত

ক্রমশ আমার ছায়া তোমার সঙ্গে মিশে

কিছুটা আমি তোমার মতো

কিছুটা আমি তোমার মতো

কিছুটা আমি তোমার মতো

কিছুটা আমি তোমার মতো

আর কে বলবে বলো তোমার মতন করে

সাবধানে, বাবা, বাড়ি ফিরো

কাউকে বলিনি আমি কোনোদিন মুখ ফুটে

আসলে তুমি আমার hero

আসলে তুমি আমার hero

আসলে তুমি আমার hero

কীভাবে যে বদলে যাচ্ছি আমি

আয়নায় তোমার মুখটা দেখতে পাই

আমার হাঁটা-চলা, কথা বলা

তোমার সাথে কোথাও মিলে যায়

তুমি আছো আমার স্বভাবে, শিরদাঁড়ায়

কতটা জেদ দেখালে জেদি?

তোমার জেদও আমি পুষে রাখি

কতটা দুঃখ পেলে কাঁদো?

তোমার কান্না মুছে দেবো না কি?

একটু একটু করে বুঝতে পারছি আমি

যাচ্ছে দিনগুলো যত

ক্রমশ আমার ছায়া তোমার সঙ্গে মিশে

কিছুটা আমি তোমার মতো

কিছুটা আমি তোমার মতো

কিছুটা আমি তোমার মতো

কিছুটা আমি তোমার মতো

আর কে বলবে বলো তোমার মতন করে

সাবধানে, বাবা, বাড়ি ফিরো

কাউকে বলিনি আমি কোনোদিন মুখ ফুটে

আসলে তুমি আমার hero

আসলে তুমি আমার hero

আসলে তুমি আমার hero

Anupam Roy/Ri8 Music의 다른 작품

모두 보기logo

추천 내용