menu-iconlogo
huatong
huatong
avatar

Phone Alap-AR.Rumi

AR.Rumihuatong
⚡💠সুতোকাটা.ঘুড়ি💠⚡huatong
가사
기록
ফোন আলাপ -AR.Rumi/BDS- Family

🙎‍♂️ছেলেঃ হ্যালো!

🙎‍মেয়েঃ কেমন আছো?

🙎‍♂️ছেলেঃ যেমনটা রেখে চলে গিয়েছিলে তেমনই আছি।

🙎‍♀️মেয়েঃ কি করো?

🙎‍♂️ছেলেঃ কথা বলি।

🙎‍♀️মেয়েঃ কার সাথে।

🙎‍♂️ছেলেঃ দূর আকাশের ওই তারার সাথে।

🙎‍♀️মেয়েঃ দিনকাল কেমন যাচ্ছে?

🙎‍♂️ছেলেঃ তুমি যেমন চেয়েছিলে তেমনই যাচ্ছে।

🙎‍♀️মেয়েঃ আচ্ছা। তুমিকি আমাকে এখনো ভালোবাসো?

🙎‍♂️ছেলেঃ ভালোবাসি কি না তা জানিনা। তবে মনে

হয় জীবন থেকে বেচে থাকার,সবচেয়ে বড় সম্বলটা

হারিয়ে গেছে।

🙎‍♀️মেয়েঃ আমাকে খুব ঘেন্না করো তাইনা।

🙎‍♂️ছেলেঃ যে ভালোবাসতে জানে সে কখনো তার ভালোবাসার মানুষকে ঘেন্না করতে পারেনা।

🙎‍♀️মেয়েঃ খেয়েছ?

🙎‍♂️ছেলেঃ না। রাত ১ টায় খাই।

🙎‍♀️মেয়েঃ তুমিনা আমাকে বলেছিলে সবসময় জলদি জলদি খাবে। তাহলে কী ভুলে গেছ সেই কথা।

🙎‍♂️ছেলেঃ না কিছুই ভুলে যাইনি। আসলে মনটা আর আগের মত নেই ত তাই কিছুই তেমন ভালো লাগেনা এই জন্য একটু দেরি করেই খাই।

🙎‍♀️মেয়েঃ তুমি কি সিগারেট খাও?

🙎‍♂️ছেলেঃ না। সিগারেট আমাকে খায়।

🙎‍♀️মেয়েঃ কেনো আমার জন্য নিজেকে এভাবে কষ্ট দিচ্ছ।

🙎‍♂️ছেলেঃ তোমার জন্য নিজেকে কেনো কষ্ট দিবো ।আমি আমার ভাগ্যকে মেনে নিয়ে বেচে আছি আজও।

তুমি আমার মনে ছিলে ভাগ্যে ছিলেনা তাই পাইনা।

🙎‍♀️মেয়েঃ নিজের জীবনটাকে নতুন করে সজিয়ে নাও না।

🙎‍♂️ছেলেঃ সবাই সব কিছু পারেনা। আর পারলেও করেনা। আমি পারতাম কিন্তু ইচ্ছে জাগেনি মনে। যে মনে তোমার বসবাস ছিলে সে মনের দাবিদার কাউকে করতে চাইনি বলে একাকীত্ব জীবন নিয়ে পড়ে আছি।

🙎‍♀️মেয়েঃ আমাকে নিয়ে চিন্তা করোনা আমি ভালো আছি।

🙎‍♂️ছেলেঃ জানি ভালো আছো। আমিতো এটাই চেয়েছিলাম সবসময়।তুমি যেনো ভালো থাকো ।

🙎‍♀️মেয়েঃ আচ্ছা বায় ও,,, আসছে।

🙎‍♂️ছেলেঃ ঠিক আছে ভালো থেক।

👉Upload by AR.Rumi/BDS- Family 👈

AR.Rumi의 다른 작품

모두 보기logo

추천 내용