menu-iconlogo
huatong
huatong
avatar

কি যাদু করেছ বলনা

Moni Kishor huatong
richkalpakianhuatong
가사
기록
কি যাদু করেছো বলোনা

ঘরে আর থাকা যে হলোনা..

কি যাদু করেছো বলোনা

ঘরে আর থাকা যে হলোনা..

বুঝিনি কখন আমি হয়েছি তোমার

আজ দেখি তুমি ছাড়া নেই কিছু আর ।

কি যাদু করেছো বলোনা

ঘরে আর থাকা যে হলোনা..

বুঝিনি কখন আমি হয়েছি তোমার

আজ দেখি তুমি ছাড়া নেই কিছু আর

কি যাদু করেছো বলোনা

ঘরে আর থাকা যে হলোনা...

ঐ চোখে চোখ রেখে,অপলক দেখে দেখে

এ জীবন কেটে যেতে পারে

বলোনা অমন করে,সুখে আমি যাব মরে

তোমারি বুকে বারে বারে..

ঐ চোখে চোখ রেখে,অপলক দেখে দেখে

এ জীবন কেটে যেতে পারে

বলোনা অমন করে,সুখে আমি যাব মরে

তোমারি বুকে বারে বারে..

বুঝিনি কখন আমি হয়েছি তোমার

আজ দেখি তুমি ছাড়া নেই কিছু আর

কি যাদু করেছো বলোনা

ঘরে আর থাকা যে হলোনা...

ওওও অন্তরে অন্তরে শত সাধনার পরে

দুটি মন মিলে গেছে এসে

বুঝিনা সাধনা আমি,এ জীবন হবে দামি

তোমাকেই ভালো বেসে বেসে

অন্তরে অন্তরে শত সাধনার পরে

দুটি মন মিলে গেছে এসে

বুঝিনা সাধনা আমি,এ জীবন হবে দামি

তোমাকেই ভালো বেসে বেসে

বুঝিনি কখন আমি হয়েছি তোমার

আজ দেখি তুমি ছাড়া নেই কিছু আর

কি যাদু করেছো বলোনা

ঘরে আর থাকা যে হলোনা..

কি যাদু করেছো বলোনা

ঘরে আর থাকা যে হলোনা..

বুঝিনি কখন আমি হয়েছি তোমার

আজ দেখি তুমি ছাড়া নেই কিছু আর

ককি যাদু করেছো বলোনা

ঘরে আর থাকা যে হলোনা..

Moni Kishor 의 다른 작품

모두 보기logo

추천 내용