menu-iconlogo
huatong
huatong
avatar

Bhalobasi Koto

Moni Kishor huatong
shado_6402huatong
가사
기록
সব সখিরে পার করিতে নেব আনা আনা

তোমার বেলায় নেব সখি তোমার কানের সোনা

সখি গো , ওআমি প্রেমের ঘাটের মাঝি

তোমার কাছে পয়সা নিব না।।

সখি গো ,ও আমি প্রেমের ঘাটের মাঝি

তোমার কাছে পয়সা নিব না।।

সখি গো ,ও আমি প্রেমের ঘাটের মাঝি

তোমার কাছে পয়সা নিব না।।

ও সুজন সখিরে

প্রেমের ঘাটে পারাপারে দরাদরি নাই

মনের বদল মন দিতে হয়

প্রেমের কথা জানিনা, মনের বদল করি না

পাড়ের কড়ি লইবা যদি লও

থাকো সখি ঋণী থাকো কড়ি লব না

থাকো সখি ঋণী থাকো কড়ি লব না

সখি গো,ও আমি প্রেমের ঘাটের মাঝি

প্রেম ছাড়া প্রাণে বাঁচি না

সখি গো ,ও আমি প্রেমের ঘাটের মাঝি

তোমার কাছে পয়সা নিব না।।

সব সখিরে পার করিতে নেব আনা আনা

তোমার বেলায় নেব সখি তোমার কানের সোনা

সখি গো , ওআমি প্রেমের ঘাটের মাঝি

তোমার কাছে পয়সা নিব না।।

সখি গো ,ও আমি প্রেমের ঘাটের মাঝি

তোমার কাছে পয়সা নিব না।।

Moni Kishor 의 다른 작품

모두 보기logo

추천 내용