menu-iconlogo
huatong
huatong
avatar

Rojoni kate robir choyay

Obscurehuatong
꧁🇧🇩Ɽ𝐚𝐢𝐬𝐡𝐚Ꭼ𝐩𝐚🎼🌎G🆁🅿️huatong
가사
기록
রজনী কাটে রবির ছোঁয়ায়

পাখিরা হারায় সুরের খেয়ায়

নিয়তি আমার তোমায় খোঁজে

এ মনে আজ কি সুর বাজে

রজনী কাটে রবির ছোঁয়ায়

পাখিরা হারায় সুরের খেয়ায়

সাঁঝের বেলায় চাঁদের উঁকি

আধারে মিলায় সুখের পাখি

সাঁঝের বেলায় চাঁদের উঁকি

আধারে মিলায় সুখের পাখি

বিরহী এ মন তবু সুখ খোঁজে

অশ্রু ঘেরা অনুভবে

রজনী কাটে রবির ছোঁয়ায়

পাখিরা হারায় সুরের খেয়ায়

জোছনা রাতে এ নয়ন ভেঁজে

স্বপ্নগুলো ব্যাথার মাঝে

জোছনা রাতে এ নয়ন ভেঁজে

স্বপ্নগুলো ব্যাথার মাঝে

নিরাশার বুকে আশা কাঁদে

মমতার ছোঁয়া অনুরাগে

রজনী কাটে রবির ছোঁয়ায়

পাখিরা হারায় সুরের খেয়ায়

নিয়তি আমার তোমায় খোঁজে

এ মনে আজ কি সুর বাজে

লা লা লা...

Obscure의 다른 작품

모두 보기logo

추천 내용

Rojoni kate robir choyay - Obscure - 가사 & 커버