menu-iconlogo
huatong
huatong
avatar

Jonmo Amar Dhonno Holo Maa Go

Sabina Yeasminhuatong
🖤▂▂ALI▂▂🖤huatong
가사
기록
--Family...SMW--

--Uploaded by--

?___ALI___?

জন্ম আমার ধন্য হলো মা গো

এমন করে আকুল হয়ে

আমায় তুমি ডাকো

জন্ম আমার ধন্য হলো মা গো

এমন করে আকুল হয়ে

আমায় তুমি ডাকো

তোমার কথায় হাসতে পারি

তোমার কথায় কাঁদতে পারি..

তোমার কথায় হাসতে পারি

তোমার কথায় কাঁদতে পারি

মরতে পারি তোমার বুকে

মরতে পারি তোমার বুকে

বুকেই যদি রাখো আমায়

বুকে..ই যদি রাখো মা গো

এমন করে আকুল হয়ে

আমায় তুমি ডাকো

--Family...SMW--

--Uploaded by--

?___ALI___?

তোমার কথায় কথা বলি

পাখির গানের মতো

তোমার দেখায় বিশ্ব দেখি

বর্ণ কত শত,,,,

তোমার কথায় কথা বলি

পাখির গানের মতো

তোমার দেখায় বিশ্ব দেখি

বর্ণ কত শত

তুমি আমা......র

তুমি আমার খেলার পুতুল

তুমি আমার খেলার পুতুল

আমার পাশেই থাকো মা গো

আমার পাশে থাকো মা গো..

এমন করে আকুল হয়ে

আমায় তুমি ডাকো

--Family...SMW--

--Uploaded by--

?___ALI___?

তোমার প্রেমে তোমার গন্ধে

পরাণ ভরে রাখি

এই তো আমার জীবন মরণ

এমনি যেন থাকি

তোমার প্রেমে তোমার গন্ধে

পরাণ ভরে রাখি

এই তো আমার জীবন মরণ

এমনি যেন থাকি

বুকে তোমা.......র

বুকে তোমার ঘুমিয়ে গেলে

বুকে তোমার ঘুমিয়ে গেলে

জাগিয়ে দিও নাকো আমায়

জাগিয়ে দিও নাকো মা গো...

এমন করে আকুল হয়ে

আমায় তুমি ডাকো

জন্ম আমার ধন্য হলো মা গো

এমন করে আকুল হয়ে

আমায় তুমি ডাকো

জন্ম আমার ধন্য হলো

?___ALI___?

Sabina Yeasmin의 다른 작품

모두 보기logo

추천 내용