menu-iconlogo
huatong
huatong
avatar

Aji Jhoro Jhoro Mukhor

Shawonhuatong
rida_rida1992huatong
가사
기록
--Family...SMW--121457-->

--Uploaded by🖤___ALI___🖤

আজি ঝরো ঝরো মুখর বাদল দিনে

ঝরো ঝরো মুখর বাদল দিনে

জানি নে, জানি নে,

কিছুতে কেন যে মন লাগে না লাগে না

ঝরো ঝরো মুখর বাদল দিনে

আজি ঝরো ঝরো মুখর বাদল দিনে

--Family...SMW--

--Uploaded by🖤___ALI___🖤

এই চঞ্চল সজল পবন বেগে,

উদ্ভ্রান্ত মেঘে মন চায়, মন চায়

এই চঞ্চল সজল পবন বেগে..

উদ্ভ্রান্ত মেঘে..

মন চায়, মন চায়

ওই বলাকার পথখানি নিতে চিনে

আজি ঝরো ঝরো মুখর বাদল দিনে

ঝরো ঝরো মুখর বাদল দিনে

--Family...SMW--

--Uploaded by🖤___ALI___🖤

মেঘমল্লারে সারা দিনমান

বাজে ঝরনার গান,

বাজে ঝরনার গা..ন

মেঘমল্লারে সারা দিনমান

বাজে ঝরনার গান,

বাজে ঝরনার গান

মন হারাবার আজি বেলা...

পথ ভুলিবার খেলা..

মন চায়, মন চায়

হৃদয় জড়াতে কার চিরঋণে

আজি ঝরো ঝরো মুখর বাদল দিনে

ঝরো ঝরো মুখর বাদল দিনে

জানি নে, জানি নে,

কিছুতে কেন যে মন লাগে না লাগে না

ঝরো ঝরো মুখর বাদল দিনে

ঝরো ঝরো মুখর বাদল দিনে

আজি ঝরো ঝরো মুখর বাদল দিনে

ঝরো ঝরো মুখর বাদল দিনে

🖤___ALI___🖤

Shawon의 다른 작품

모두 보기logo

추천 내용

Aji Jhoro Jhoro Mukhor - Shawon - 가사 & 커버