menu-iconlogo
huatong
huatong
avatar

Dana Kata Pori Tomi

আকাশ মাহমুদ/হাজারো ছেলের মনের কথাhuatong
≛⃝🕊❤️𝄞🅼🅾🆉🅸🅱🆄🆁☆⃝🅩🅜🅛huatong
Lirik
Rakaman
ডানা কাটা পরী তুমি...

ডানা কাটা পরি ভালো না চলা ফেরারই ঢং

তোমায় ভালোবাসা হবে একেবারেই রং

ডানা কাটা পরী তুমি

ডানা কাটা পরি ভালো না চলা ফেরারই ঢং

তোমায় ভালোবাসা হবে একেবারেই রং

আমার তোমায় ভালোবাসা হবে একেবারেই রং

ডানা কাটা পরী তুমি

ডানা কাটা পরি ভালো না চলা ফেরারই ঢং

তোমায় ভালোবাসা হবে একেবারেই রং

আমার তোমায় ভালোবাসা হবে একেবারেই রং

মুখেতে দুই ইঞ্চি মেকআপ,দেখাও হিরোইনের ভাব

পোশাক দেখলে মনে হয় যে কাপড়ের অভাব

পোশাক দেখে মনে হয় যে কাপড়ের অভাব

পোশাক দেখে মনে হয় যে কাপড়ের অভাব

রুপ থাকে না চিরকাল

রুপ থাকে না চিরকাল

লোহায় যেমন পড়ে ঝং

তোমায় ভালোবাসা হবে একেবারেই রং

আমার তোমায় ভালোবাসা হবে একেবারেই রং

বুকের ওড়না রাখো গলাতে

থাকতে চাও না পর্দাতে

জানো কি মেয়েদের শুধু মানায় শাড়িতে

জানো কি মেয়েদের শুধু মানায় শাড়িতে

তুমি জানো কি মেয়েদের শুধু মানায় শাড়িতে

ছেঁড়া ফাটা পোশাক পরো

ছেঁড়াফাটা পোশাক পরো

দেখতে যেন আসতো সং

তোমায় ভালোবাসা হবে একেবারেই রং

আমার তোমায় ভালোবাসা হবে একেবারেই রং

মনে তোমার লম্বা ট্রাফিক জ্যাম

ওরে ও সুন্দরী ম্যাম

কালো বলে তোমার কাছে পাইলাম নারে দাম

আমি কালো বলে পাইলাম নারে তোমার কাছে দাম

সবই তুমি বুঝ কিন্তু, সবই তুমি বুঝ কিন্তু

ধরো না বুঝারি ভং

তোমায় ভালোবাসা হবে একেবারেই রং

আমার তোমায় ভালোবাসা হবে একেবারেই রং

ডানা কাটা পরী তুমি

ডানা কাটা পরি ভালো না চলা ফেরারই ঢং

তোমায় ভালোবাসা হবে একেবারেই রং

আমার তোমায় ভালোবাসা হবে একেবারেই রং

ডানা কাটা পরী তুমি

ডানা কাটা পরি ভালো না চলা ফেরারই ঢং

তোমায় ভালোবাসা হবে একেবারেই রং

আমার তোমায় ভালোবাসা হবে একেবারেই রং

তোমায় ভালোবাসা হবে একেবারেই রং

আমার তোমায় ভালোবাসা হবে একেবারেই রং

Lebih Daripada আকাশ মাহমুদ/হাজারো ছেলের মনের কথা

Lihat semualogo

Anda Mungkin Suka