menu-iconlogo
huatong
huatong
avatar

আমার এ জীবনে শুধু

জটিলেশ্বর মুখোপাধ্যায়huatong
62186931046huatong
Lirik
Rakaman
আমার এ জীবনে শুধু

শিল্পী -জটিলেশ্বর মুখোপাধ্যায়

কথা ও সুর- সলিল চৌধুরী

------------------------

আমার এ জীবনে শুধু...

অন্ধ দুটি রাত.. কোন রাতে,

সূর্য ওঠে কোন রাতে, উঠে চাঁদ..

আমার এ জীবনে শুধু...

অন্ধ দুটি রাত.. কোন রাতে,

সূর্য ওঠে কোন রাতে, উঠে চাঁদ..

আমার এ জীবনে শুধু...

----------------

শ্রাবনে..... অথবা বৈশাখে...

দক্ষিণা পবনে.. মনো চাহে কাকে..

শ্রাবনে..... অথবা বৈশাখে...

দক্ষিণা পবনে.. মনো চাহে কাকে..

জানিনা জানিনা এমনও চাহেনা,

শুধু জানে সে যে অবসাদ,

আমার এ জীবনে শুধু...

----------------

দুচোখে... সুরাজে চন্দ্র জ্বেলে..

সেই সেদিন তুমি,দূরে চলে গেলে..

দুচোখে... সুরাজে চন্দ্র জ্বেলে..

সেই সেদিন তুমি,দূরে চলে গেলে..

দিবস রজনী হয় গো সজনী,

তুমি বিনা শুধু করো মাফ.

আমার এ জীবনে শুধু...

অন্ধ দুটি রাত.. কোন রাতে,

সূর্য ওঠে কোন রাতে, উঠে চাঁদ..

আমার এ জীবনে শুধু...

-সমাপ্ত -

Lebih Daripada জটিলেশ্বর মুখোপাধ্যায়

Lihat semualogo

Anda Mungkin Suka