যদি ধরো হাত
যদি হও সুজন
তেঁতুল পাতায় পেঁচারি দুজন
বৃষ্টি দিল ভোর
বৃষ্টি দিল গান
চোখে লাগলো ঘোর
মিষ্টি ইস্টিশন
উড়ে গেলে উড়ে যেও
এই তো বেশ
দূরে গেলে সেজে নিও
ছদ্মবেশ
জুড়ে গেল কাটাকুটি
আজ যখন...
প্রজাপতি, প্রজাপতি মন
ঘুরে গেলে ঘুরে যেও
Shortcut-এ
কুঁড়েঘর ভেজা বৃষ্টির ছাঁটে
নৌকাও আঁকা হলো আজ যখন
প্রজাপতি, প্রজাপতি মন
হারিয়ে গেল কেউ
রুমাল দিল গিঁট
হৃদয়মাঝারে ঢেউ
বিচিরি habit
ঘরের মধ্যে ঘর
জাহাজের deck
বসবে তার উপর
আমাদের ঠেক
উড়ে গেলে উড়ে যেও
এই তো বেশ
দূরে গেলে সেজে নিও
ছদ্মবেশ
জুড়ে গেল কাটাকুটি
আজ যখন...
প্রজাপতি, প্রজাপতি মন
ঘুরে গেলে ঘুরে যেও
Shortcut-এ
কুঁড়েঘর ভেজা বৃষ্টির ছাঁটে
নৌকা আঁকা হলো আজ যখন
প্রজাপতি, প্রজাপতি মন
পা পা রারা রা
পা পা রারা রা
তেঁতুল পাতা পেচারি দুজন
miss করেছে কেউ
রুমাল দেবে গিঁট
দুজনে বাঁচার
বিচিরি habit