menu-iconlogo
huatong
huatong
avatar

Bune Bune Jai

Anindya Chatterjeehuatong
pennystravelhuatong
Lirik
Rakaman
তুমি কি শুনলে?

না জেনে বুনলে জট যাবেই পাকিয়ে

তার কিছুটা খুলবে, প্রশ্ন ঝুলবে

জীবন অবাক তাকিয়ে

দু'হাতে কাঁটা, অযথা হাঁটা

গত জন্মের টুকরো ভুল

গলার মাপে, কী যেন কাঁপে

রোদে ছেঁড়াখোঁড়া wool

তিন ঘর সোজা, এক ঘর উল্টো

শেষ হলে ভুল বোঝা যদি দরজারা খুলতো

আর এফোঁড়-ওফোঁড়, এফোঁড়-ওফোঁড়, এফোঁড়-ওফোঁড়

Wool কাঁটা বুকের ওপর বুনে বুনে যাই

ডাক শুনে শুনে পিছনে তাকাই

দিন গুনে গুনে যাই (গুনে গুনে যাই)

বুনে বুনে যাই

ডাক শুনে শুনে পিছনে তাকাই

দিন গুনে গুনে যাই (গুনে গুনে যাই)

মায়াবী wool টুপি, দেখেছে চুপিচুপি

মেঘে ঢাকা আজল কাজল চোখ

মায়াবী wool টুপি, দেখেছে চুপিচুপি

মেঘে ঢাকা আজল কাজল চোখ

কুয়াশা ঢেকে দেওয়া toy train-এ

বেচারি আহাম্মক

তিন ঘর সোজা, এক ঘর উল্টো

শেষ হলে ভুল বোঝা যদি দরজারা খুলতো

আর এফোঁড়-ওফোঁড়, এফোঁড়-ওফোঁড়, এফোঁড়-ওফোঁড়

Wool কাঁটা বুকের ওপর বুনে বুনে যাই

ডাক শুনে শুনে পিছনে তাকাই

দিন গুনে গুনে যাই (গুনে গুনে যাই)

বুনে বুনে যাই

ডাক শুনে শুনে পিছনে তাকাই

দিন গুনে গুনে যাই (গুনে গুনে যাই)

বুনে বুনে যাই

ডাক শুনে শুনে পিছনে তাকাই

দিন গুনে গুনে যাই

(দিন যাই গুনে)

(দিন যাই গুনে)

(দিন যাই গুনে)

(দিন যাই গুনে)

(দিন যাই গুনে)

(দিন যাই গুনে)

(দিন যাই গুনে)

(দিন যাই গুনে)

Lebih Daripada Anindya Chatterjee

Lihat semualogo

Anda Mungkin Suka