menu-iconlogo
huatong
huatong
avatar

Tuntuni O Moyna Tia - টুনটুনি ও ময়না টিয়া

Ankur mahamud/moyurihuatong
zid_starshuatong
Lirik
Rakaman

party room NO-121563&117433

== ==

টুনটুনি ও ময়না টিয়া কত কি কইয়া,

আমার অবুঝ মনটারে তুই নিলি কাড়িয়া

টুনটুনি ও ময়না টিয়া কত কি কইয়া,

আমার অবুঝ মনটারে তুই নিলি কাড়িয়া

ঘুম ভেঙে যায় রাতে তোর স্বপ্ন দেইখা

কেমনে সই এই জ্বালা আর সহেনা।

ঘুম ভেঙে যায় রাতে তোর স্বপ্ন দেইখা

কেমনে সই এই জ্বালা আর সহেনা।

টুনটুনি ও ময়না টিয়া কত কি কইয়া,

আমার অবুঝ মনটারে তুই নিলি কাড়িয়া।

টুনটুনি ও ময়না টিয়া কত কি কইয়া,

আমার অবুঝ মনটারে তুই নিলি কাড়িয়া

party room NO-121563&117433

আমার এই মাথারি কেশ,

তোর নাকি লেগেছে বেশ।

আমার দুই চোখের কাজল,

করেছে তোরে পাগল।

আমার এই মাথারি কেশ,

তোর নাকি লেগেছে বেশ।

আমার দুই চোখের কাজল,

করেছে তোরে পাগল।

ঘুম ভেঙে যায় রাতে তোর স্বপ্ন দেইখা,

কেমনে সই এই জ্বালা আর সহেনা।

ঘুম ভেঙে যায় রাতে তোর স্বপ্ন দেইখা,

কেমনে সই এই জ্বালা আর সহেনা।

টুনটুনি ও ময়না টিয়া কত কি কইয়া,

আমার অবুঝ মনটারে তুই নিলি কাড়িয়া।

টুনটুনি ও ময়না টিয়া কত কি কইয়া,

আমার অবুঝ মনটারে তুই নিলি কাড়িয়া।

party room NO-121563&117433

যদি যাই তোরে ছাইরা,

তুই নাকি যাবি মইরা।

আমারে না দেখিলে,

হইবি তুই পাগলপারা।

যদি যাই তোরে ছাইরা,

তুই নাকি যাবি মইরা।

আমারে না দেখিলে,

হইবি তুই পাগলপারা

ঘুম ভেঙে যায় রাতে তোর স্বপ্ন দেইখা,

কেমনে সই এই জ্বালা আর সহেনা।

ঘুম ভেঙে যায় রাতে তোর স্বপ্ন দেইখা,

কেমনে সই এই জ্বালা আর সহেনা।

টুনটুনি ও ময়না টিয়া কত কি কইয়া,

আমার অবুঝ মনটারে তুই নিলি কাড়িয়া।

টুনটুনি ও ময়না টিয়া কত কি কইয়া,

আমার অবুঝ মনটারে তুই নিলি কাড়িয়া।

টুনটুনি ও ময়না টিয়া কত কি কইয়া,

আমার অবুঝ মনটারে তুই নিলি কাড়িয়া।

টুনটুনি ও ময়না টিয়া কত কি কইয়া,

আমার অবুঝ মনটারে তুই নিলি কাড়িয়া।

party room NO-121563&117433

******Thanks *******

Lebih Daripada Ankur mahamud/moyuri

Lihat semualogo

Anda Mungkin Suka