menu-iconlogo
huatong
huatong
anupam-roydebdeep-mukhopadhyay-behaya-batashey-from-rawkto-rawhoshyo-cover-image

Behaya Batashey (From "Rawkto Rawhoshyo")

Anupam Roy/Debdeep Mukhopadhyayhuatong
winterochtendhuatong
Lirik
Rakaman
বেহায়া বাতাসে ভ্রমরের কানাকানি

লুকোচুরি খেলা আমিও তো কিছু জানি

বেহায়া বাতাসে ভ্রমরের কানাকানি

লুকোচুরি খেলা আমিও তো কিছু জানি

মুঠোয় কিচ্ছু নেই আমার, প্রশ্ন সে উত্তরহীনার

মুঠোয় কিচ্ছু নেই আমার, প্রশ্ন সে উত্তরহীনার

জানতে চায় কি না সে অভিমানী?

হলো হেলাফেলা, সারা সারা বেলা

লুকোচুরি খেলা আমিও তো কিছু জানি

বেহায়া বাতাসে-

গায়ে কাঁটা দেয়া খেলনারা গেছে চলে

রোশনি লুকোনো আবদার অনুপলে

রেণুতে রেণুতে কুসুমের কথা বলে

তুমি তো জানো না আমি জোনাকীর দলে

গলে যাচ্ছে সব লোহাই, অবাদ্ধতার দোহাই

গলে যাচ্ছে সব লোহাই, অবাদ্ধতার দোহাই

জহরত পেলেও খোয়ায় ঘুমপাড়ানি

হলো হেলাফেলা, সারা সারা বেলা

লুকোচুরি খেলা আমিও তো কিছু জানি

বেহায়া বাতাসে-

কৃন্তন মুঠো আনকোরা ঘুমে সাজে

বাক্স গোপন, কিছুতেই দেবো না যে

এক বুকভরা নিভে যাওয়া বাঁশি বাজে

কিছু অপ্রকাশিত স্পর্শে আন্দাজে

অবগুণ্ঠনের কিনার, মুঠোয় কিচ্ছু নেই আমার

অবগুণ্ঠনের কিনার, মুঠোয় কিচ্ছু নেই আমার

সে এক আড়ষ্টের নিনাদ-সন্ধানী

হলো হেলাফেলা, সারা সারা বেলা

লুকোচুরি খেলা আমিও তো কিছু জানি

মুঠোয় কিচ্ছু নেই আমার, প্রশ্ন সে উত্তরহীনার

মুঠোয় কিচ্ছু নেই আমার, প্রশ্ন সে উত্তরহীনার

জানতে চায় কি না সে অভিমানী?

হলো হেলাফেলা, সারা সারা বেলা

লুকোচুরি খেলা, লুকোচুরি খেলা

লুকোচুরি খেলা আমিও তো কিছু জানি

Lebih Daripada Anupam Roy/Debdeep Mukhopadhyay

Lihat semualogo

Anda Mungkin Suka