menu-iconlogo
huatong
huatong
avatar

অন্তরেরি মানুষ তুমি Ontoreri manush tumi

Anupam Royhuatong
neonlynnehuatong
Lirik
Rakaman
প্লিজ!কেউ কপি করবেন না।

স্মুলের পরিবেশ সুন্দর রাখা

আপনার আমার একান্ত দ্বায়িত্ব।

অন্তররেই মানুষ তুমি অন্তরেতে রও

এই জীবনে আর জীবনে তুমি কারো নও

হৃদয়ের ই যতো কথা তুমি আমায় কও

আপনার চেয়ে তুমি আরো আপন হও

অন্তররেই মানুষ তুমি অন্তরেতে রও

এই জীবনে আর জীবনে তুমি কারো নও

অন্তররেই মানুষ তুমি অন্তরেতে রও

এই জীবনে আর জীবনে তুমি কারো নও

হৃদয়ের ই যতো কথা তুমি আমায় কও

আপনার চেয়ে তুমি আরো আপন হও

বৃষ্টির ফোঁটা যায়না গুনা যায়না গুনা ঢেউ

তোমায় কতো ভালোবাসি বুঝবে নাতো কেওরে

বুঝবে নাতো কেও।

আকাশ বড় তাহার চেয়েও বড় তোমার মন

এই মনেরই মায়া আমি নেবো সারাক্ষণরে

নেবো সারাক্ষণ

প্রেমের পুবাল বাতাস হইয়া বুকের মাঝে বও

আপনার চেয়ে তুমি আরো আপন হও

অন্তররেই মানুষ তুমি অন্তরেতে রও

এই জীবনে আর জীবনে তুমি কারো নও

অন্তররেই মানুষ তুমি অন্তরেতে রও

এই জীবনে আর জীবনে তুমি কারো নও

হৃদয়ের ই যতো কথা তুমি আমায় কও

আপনার চেয়ে তুমি আরো আপন হও

প্লিজ!কেউ কপি করবেন না।

রাত পোহায়লে দিন আসে দিন পোহায়লে রাত

আমার জীবন পোহায় যেনো ধইরা তোমার হাতগো

ধইরা তোমার হাত

জীবন সত্য মরণ সত্য, সত্য দয়াময়

আর সত্য তোমারই প্রেম আমার অন্তর কয়গো

আমার অন্তর কয়

তুমি আমার জীবন তরী বৈঠা হাতে লও

আপনার চেয়ে তুমি আরো আপন হও

অন্তররেই মানুষ তুমি অন্তরেতে রও

এই জীবনে আর জীবনে তুমি কারো নও

অন্তররেই মানুষ তুমি অন্তরেতে রও

এই জীবনে আর জীবনে তুমি কারো নও

হৃদয়ের ই যতো কথা তুমি আমায় কও

আপনার চেয়ে তুমি আরো আপন হও

অন্তররেই মানুষ তুমি অন্তরেতে রও

এই জীবনে আর জীবনে তুমি কারো নও

অন্তররেই মানুষ তুমি অন্তরেতে রও

এই জীবনে আর জীবনে তুমি কারো নও

হৃদয়ের ই যতো কথা তুমি আমায় কও

আপনার চেয়ে তুমি আরো আপন হও

ধন্যবাদ সবাইকে

Lebih Daripada Anupam Roy

Lihat semualogo

Anda Mungkin Suka