menu-iconlogo
huatong
huatong
avatar

Ekhon Onek Raat

Anupam Royhuatong
poppakid2huatong
Lirik
Rakaman
এখন অনেক রাত

খোলা আকাশের নীচে

জীবনের অনেক আয়োজন

আমায় ডেকেছে

তাই আমি বসে আছি

দরজার ওপাশে............

দরজার ওপাশে.........

এখন অনেক রাত

খোলা আকাশের নীচে

জীবনের অনেক আয়োজন

আমায় ডেকেছে

তাই আমি বসে আছি

দরজার ওপাশে............

দরজার ওপাশে.........

আবেগী এমন রাতে

ভুল করে এই পথে

এসে যদি ফিরে যাও

আমায় না পেয়ে

আবেগী এমন রাতে

ভুল করে এই পথে

এসে যদি ফিরে যাও

আমায় না পেয়ে

তাই আমি বসে আছি

তাই আমি বসে আছি

দরজার ওপাশে...............

দরজার ওপাশে............

চলে যাওয়া সেই পথে

ঝিরিঝিরি বাতাসে

আমার এই মন কাঁদে

তোমায় না পেয়ে

চলে যাওয়া সেই পথে

ঝিরিঝিরি বাতাসে

আমার এই মন কাঁদে

তোমায় না পেয়ে

তাই আমি বসে আছি

তাই আমি বসে আছি

দরজার ওপাশে............

দরজার ওপাশে............

এখন অনেক রাত

খোলা আকাশের নীচে

জীবনের অনেক আয়োজন

আমায় ডেকেছে

তাই আমি বসে আছি

দরজার ওপাশে.........

দরজার ওপাশে...........................

এখন অনেক রাত

খোলা আকাশের নীচে

জীবনের অনেক আয়োজন

আমায় ডেকেছে

তাই আমি বসে আছি

দরজার ওপাশে.........

দরজার ওপাশে.........................

Lebih Daripada Anupam Roy

Lihat semualogo

Anda Mungkin Suka