menu-iconlogo
huatong
huatong
banakusum-tumi-amar-moner-manush-cover-image

Tumi amar Moner Manush

Banakusumhuatong
Loveforesthuatong
Lirik
Rakaman
==================

ahhhh aaahh aaaa

lala lalaaaaaaaaaaa

তুমি আমার মনের মানুষ

মনেরই ভিতর

তুমি আমার মনের মানুষ

মনেরই ভিতর

তুমি আমার জান বন্ধু

অন্তরের অন্তর

তুমি আমায় কইরো নাকো

কোনদিনও পর

তুমি আমার মনের মানুষ

মনেরই ভিতর

তুমি আমার মনের মানুষ

মনেরই ভিতর

তুমি আমার জান বন্ধু

অন্তরের অন্তর

তুমি আমায় কইরো নাকো

কোনদিনও পর

-------------------------

তোমায় এক নজর না দেখলে পরে

পরান আমার পোড়ে

দেখলে পরে দুই নয়নে

তৃষ্ণা আরো বাড়ে

তোমায় এক নজর না দেখলে পরে

পরান আমার পোড়ে

দেখলে পরে দুই নয়নে

তৃষ্ণা আরো বাড়ে

সামনে আমার প্রেমের সিন্ধু

পাইনা তারে এক বিন্দু

সামনে আমার প্রেমের সিন্ধু

পাইনা তারে এক বিন্দু

হায় রে আমি অভাগিনী

পিপাসায় কাতর

তুমি আমার জান বন্ধু

অন্তরের অন্তর

তুমি আমায় করো নাগো

কোনদিনও পর

-----------------------------

তোমার এত ভালোবাসা আমি

বল কোথায় রাখি

বুকের খাঁচায় বন্দী থেকো

ওগো অবুঝ পাখি

তোমার এত ভালোবাসা আমি

বল কোথায় রাখি

বুকের খাঁচায় বন্দী থেকো

ওগো অবুঝ পাখি

তোমার প্রেমে আমি অন্ধ

ফিরে যাওয়ার পথ বন্ধ

তোমার প্রেমে আমি অন্ধ

ফিরে যাওয়ার পথ বন্ধ

ইচ্ছে করে জনম ভরে

করিগো আদর

তুমি আমার জান বন্ধু

অন্তরের অন্তর

তুমি আমায় করো নাকো

কোনদিনও পর

তুমি আমার মনের মানুষ

মনেরই ভিতর

তুমি আমার মনের মানুষ

মনেরই ভিতর

তুমি আমার জান বন্ধু

অন্তরে অন্তর

তুমি আমায় কইরো নাগো

কোনদিনও পর

Lebih Daripada Banakusum

Lihat semualogo

Anda Mungkin Suka