menu-iconlogo
huatong
huatong
bay-of-bengal-ovishopto-shoishob-cover-image

Ovishopto Shoishob

Bay of Bengalhuatong
nibz_starhuatong
Lirik
Rakaman
নিয়ন আলোর মধ্যবৃত্তে

অন্তিম আঁধার খেলে

সমাধিত সব মূল্যবোধ

কিসের আশায় উদ্ভাসিত

বিকৃত চিত্তের প্রলয়ে

ঝরে পড়ে মানবতাবোধ

তুচ্ছ বিক্ষোভের দ্বারে

মুচকি হাসে নিয়তি

লজ্জিত বিবেক থিয়েটারে

ঝরে পড়া চোখের জ্যোতি

আহ্বানে সাড়া দেয়

রুদ্ধতাপের সন্ধিক্ষণে

চেনা শৈশবের ছবি ছিঁড়ে

অজানার পথে

উদ্দেশ্যহীন গন্তব্যে

কত রোদের তীব্র স্রোত

ছুটে এসেও বাধা পড়ে

ইট-কাঠের প্রগাঢ় কাননে

বয়ে চলে অভিশাপের নদী

অপেক্ষা ভাসিয়ে দেওয়ার

মুছে দিতে সভ্যতার এই মুখোশ

হৃদপিন্ডে জমতে থাকা

মেটাতে অস্থিরতা

খোঁজে বিকৃত মানব বিবর

আমার পৃথিবী অন্ধকার হয়ে আসে

আমার আকাশ ভারী হয়ে আসে

আমার পৃথিবী অন্ধকার হয়ে আসে

তোমরা আমার অধিকারের কথা বলো

তোমরা বলো আমরা সবার মতো

আমার আকাশ ভারী হয়ে আসে

তোমরা বলো এ মাটি সবার

তোমাদের জ্বালায় আমার খুব কাল

আমার পৃথিবী অন্ধকার হয়ে আসে

আমার আকাশ ভারী হয়ে আসে

জাগবে না ঘুমন্ত বিবেক

বুঝবে না এ প্রশ্নের উত্তর

অভিশপ্ত শৈশব কেবলই মলিন

ভাঙবে না অলস চোখের ঘুম

নামবে না আবার পথে

ভিড়বে না আবার বীরের বেশে

বিদ্রোহী রূপে

চেনা শৈশবের ছবি ছিঁড়ে

অজানার পথে

উদ্দেশ্যহীন গন্তব্যে

কত রোদের তীব্র স্রোত

ছুটে এসেও বাধা পড়ে

ইট-কাঠের প্রগাঢ় কাননে

আমার আকাশ ভারী হয়ে আসে

Lebih Daripada Bay of Bengal

Lihat semualogo

Anda Mungkin Suka