menu-iconlogo
huatong
huatong
avatar

শুধু তোরই জন্য কাঁদে মন সোনা পাখি

Belal Khan/Silpi Biswas shudhu tore jonno kade mon sona pakhihuatong
scooby64138huatong
Lirik
Rakaman
...

শুধু তোরই জন্য,

কাঁদে মন সোনা পাখি,

শুধু তোরই জন্য,

কাঁদে মন সোনা পাখি...

কত সুখের দিন ছিল,

সবই যে হারিয়ে গেল

আসবি ফিরে তুই,

সে আশায় থাকি...

শুধু তোরই জন্য,

কাঁদে মন সোনা পাখি,

হৃদয় আছে, স্বপ্ন আছে

নেই শুধু হায় তুমি কাছে,

তোকে ছাড়া বলনা জীবন,

কিভাবে একা বাঁচে...

......

হৃদয় আছে, স্বপ্ন আছে

নেই শুধু হায় তুমি কাছে,

তোকে ছাড়া বলনা জীবন,

কিভাবে একা বাঁচে.

আমার ভেতর,বাহির শুধু,

সারাক্ষণ তোকে রাখি...

শুধু তোরই জন্য,

কাঁদে মন সোনা পাখি,

শুধু তোরই জন্য,

কাঁদে মন সোনা পাখি...

রজনী ফুরিয়ে ভোর হয়,

শুধু তোরই স্মরণে,

কতটা যে নিঃস্ব আমি,

বুঝলেনা এই জীবনে...

........

রজনী ফুরিয়ে ভোর হয়,

শুধু তোরই স্মরণে,

কতটা যে নিঃস্ব আমি,

বুঝলেনা এই জীবনে..

বিষাদের রঙ তুলিতে রোজ,

তোর মুখ ছবি আঁকি...

শুধু তোরই জন্য,

কাঁদে মন সোনা পাখি,

শুধু তোরই জন্য,

কাঁদে মন সোনা পাখি...

কত সুখের দিন ছিল,

সবই যে হারিয়ে গেল

আসবি ফিরে তুই,

সে আশায় থাকি...

শুধু তোরই জন্য,

কাঁদে মন সোনা পাখি,

শুধু তোরই জন্য,

কাঁদে মন সোনা পাখি...

Lebih Daripada Belal Khan/Silpi Biswas shudhu tore jonno kade mon sona pakhi

Lihat semualogo

Anda Mungkin Suka