menu-iconlogo
huatong
huatong
avatar

Path Harabo Bolei Ebar Pathe Nemechi

Hemanta Mukherjee huatong
pardeb2003huatong
Lirik
Rakaman
পথ হারাবো বলেই এবা র পথে নেমেছি

সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি।

পথ হারাবো বলেই এবা র পথে নেমেছি

নিষেধের পাহারাতে ছিলেম রেখে ঢেকে

সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে

নিষেধের পাহারাতে ছিলেম রেখে ঢেকে

সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে

নয়ন মেলে পাবার আশায় অনে ক কেঁদেছি

এই নয়নে পাবো বলেই নয়ন মুদেছি

সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি

পথ হারাবো বলেই এবা র পথে নেমেছি

চেনা শোনা জানার মাঝে কিছুই চিনি নি যে

অচেনায় হারায়ে তাই আবার খুঁজি নিজে

সে যে গান শুনিয়েছিল হয়নি সেদিন শোনা

সে গানের পরশ লেগে হৃদয় হল সোনা

সে যে গান শুনিয়েছিল হয়নি সেদিন শোনা

সে গানের পরশ লেগে হৃদয় হল সোনা

রাগের ঘাটে ঘাটে তারে মিছেই সেধেছি

সুর হারাবো বলেই সেতার সুরে বেঁধেছি

সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি।

পথ হারাবো বলেই এবা র পথে নেমেছি

Lebih Daripada Hemanta Mukherjee

Lihat semualogo

Anda Mungkin Suka