menu-iconlogo
huatong
huatong
avatar

Sondha Tara সন্ধ্যে তারা

Imran Mahmudulhuatong
mustiqehuatong
Lirik
Rakaman
Song : Sondha Tara

Singer: Imran Mahmudul

Lyric: Sharif Al Din

Tune : Nazir Mahamud

Music : Musfiq Litu

ডুবু ডুবু সন্ধ্যে বেলায় কোথায় যাবি তুই..

আইনা আমি তোর হাতে সন্ধ্যে তারা ছুঁই

ডুবু ডুবু সন্ধ্যে বেলায় কোথায় যাবি তুই..

আইনা আমি তোর হাতে সন্ধ্যে তারা ছুঁই

ভালো লাগেনা,তোরে ছাড়া,আর কোন কিছুই

আইনা আমি তোর হাতে সন্ধ্যে তারা ছুঁই

আইনা আমি তোর হাতে সন্ধ্যে তারা ছুঁই

আমায় রেখে একলা একা,হোসনা নিরুদ্দেশ

ভালোবেসে তোর পাশে,এইতো আছি বেশ

হো... আমায় রেখে একলা একা,হোসনা নিরুদ্দেশ

ভালোবেসে তোর পাশে,এইতো আছি বেশ

ভালো লাগেনা,তোরে ছাড়া,আর কোন কিছুই..

আইনা আমি তোর হাতে সন্ধ্যে তারা ছুঁই

আইনা আমি তোর হাতে সন্ধ্যে তারা ছুঁই

ভাবনা গুলো তোকে নিয়ে,দিচ্ছে হামাগুড়ি

তোর আকাশে মেঘের পাশে উড়ছে ইচ্ছে গুড়ি

হো..ভাবনাগুলো তোকে নিয়ে,দিচ্ছে হামাগুড়ি

তোর আকাশে মেঘের পাশে উড়ছে ইচ্ছে গুড়ি

ভালো লাগেনা,তোরে ছাড়া,আর কোন কিছুই..

আইনা আমি তোর হাতে সন্ধ্যে তারা ছুঁই

আইনা আমি তোর হাতে সন্ধ্যে তারা ছুঁই

ডুবু ডুবু সন্ধ্যে বেলায় কোথায় যাবি তুই..

আইনা আমি তোর হাতে সন্ধ্যে তারা ছুঁই

ভালো লাগেনা,তোরে ছাড়া,আর কোন কিছুই

আইনা আমি তোর হাতে সন্ধ্যে তারা ছুঁই

আইনা আমি তোর হাতে সন্ধ্যে তারা ছুঁই

Lebih Daripada Imran Mahmudul

Lihat semualogo

Anda Mungkin Suka