menu-iconlogo
huatong
huatong
Lirik
Rakaman
ধীগি ধীগি জ্বালা বুকের মাঝে এ

প্রেমের ফাগুনে

গোলে যায় মন মোমের মত হৃদ্বয়ের

আগুনে

ধীগি ধীগি জ্বালা বুকের মাঝে এ

প্রেমের ফাগুনে

গোলে যায় মন মোমের মত হৃদ্বয়ের

আগুনে

মনে যন্তনা প্রেমে সান্তনা তবু

আশা কি থামে

কিছু স্বপ্ন যে পেল রং খুজে আজ

তোমারই নামে

প্রেম আমার ও হো প্রেম আমার

প্রেম আমার এ হে প্রেম আমার

প্রেম আমার হো ও প্রেম আমার এ এ এ

প্রেম আমার ও হো প্রেম আমার

এই আগুন পেল যে ছোয়া পড়ে মন

ওঠেনা ধোয়া

এই আগুন দিল যে ছোয়া পড়ে মন

ওঠেনা ধোয়া

নীল আন্ধকার প্রেম বারেবার এই

বুকে ঢ়েউ তোলে

বাধ ভাঙ্গা সুখ লাজে রাঙা মুখ

তোলে স্বপ্নেরই মনে

প্রেম আমার ও হো প্রেম আমার

প্রেম আমার এ হে প্রেম আমার

প্রেম আমার হো ও প্রেম আমার এ এ এ

প্রেম আমার ও হো প্রেম আমার

দু চোখে প্রেমেরই নেশা খোজে আজ

চুরির ভাষা

দু চোখে প্রেমেরই নেশা খোজে আজ

সরীর ভাষা

সব চুপ কথা হই রূপকথা চাঁদ

মেঘে যে ঢ়াকে

মনে রং মাথে স্বপ্ন

বাকে ভালবাসারই দানে

প্রেম আমার ও হো প্রেম আমার

প্রেম আমার এ হে প্রেম আমার

প্রেম আমার হো ও প্রেম আমার এ এ এ

প্রেম আমার ও হো প্রেম আমার

মনে যন্তনা প্রেমে সান্তনা তবু

আশা কি থামে

কিছু স্বপ্ন যে পেল রং খুজে আজ

তোমারই নামে

প্রেম আমার ও হো প্রেম আমার

Lebih Daripada Jeet Gannguli/June Banerjee/Kunal Ganjawala

Lihat semualogo

Anda Mungkin Suka

Prem Amar oleh Jeet Gannguli/June Banerjee/Kunal Ganjawala - Lirik dan Liputan