menu-iconlogo
huatong
huatong
joler-gaan-bristir-gaan-cover-image

Bristir Gaan

Joler Gaanhuatong
prettygirl207huatong
Lirik
Rakaman
বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদেয় এলো বান

বানের জলে ভাসলো পুকুর, ভাসলো আমার গান

বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদেয় এলো বান

বানের জলে ভাসলো পুকুর, ভাসলো আমার গান

বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদেয় এলো বান

বানের জলে ভাসলো পুকুর, ভাসলো আমার গান

বন্ধু আইসোরে...

কোলেতে বসতে দেবো, মুখে দিব পান

কোলেতে বসতে দেবো, মুখে দিব পান

বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদেয় এলো বান

বানের জলে ভাসলো পুকুর, ভাসলো আমার গান

বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদেয় এলো বান

বানের জলে ভাসলো পুকুর, ভাসলো আমার গান

ইষ্টি-কুটুম বৃষ্টি এলো সৃষ্টি হলো সুর

ইষ্টি-কুটুম বৃষ্টি এলো সৃষ্টি হলো সুর

ভালোবাসায় ভাসলো খেয়া— ওই তো পাখিপুর

ইষ্টি-কুটুম বৃষ্টি এলো সৃষ্টি হলো সুর

ভালোবাসায় ভাসলো খেয়া— ওই তো পাখিপুর

ইচ্ছে হলে এখন তুমি নাইতে পারো

বৃষ্টিজলে নূপুর পরে গাইতে পারো

ইচ্ছে হলে এখন তুমি নাইতে পারো

বৃষ্টিজলে নূপুর পরে গাইতে পারো

এখানে সবাই স্বাধীন বাঁধনহারা

এখানে সবই নতুন— অন্যরকম অন্যধারা

টিবি ডাব, টিবি ডাব, টিবি ডাব

বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদেয় এলো বান

বানের জলে ভাসলো পুকুর, ভাসলো আমার গান

বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদেয় এলো বান

বানের জলে ভাসলো পুকুর, ভাসলো আমার গান

বন্ধু আইসোরে...

কোলেতে বসতে দেবো, মুখে দিব পান

কোলেতে বসতে দেবো, মুখে দিব পান

বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদেয় এলো বান

বানের জলে ভাসলো পুকুর, ভাসলো আমার গান

বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদেয় এলো বান

বানের জলে ভাসলো পুকুর, ভাসলো আমার গান

বৃষ্টি পড়ে— টাপুর টুপুর, টাপুর টুপুর, টাপুর টুপুর, টাপুর টুপুর

টিবি ডাব, টিবি ডাব, টিবি ডিবি ডাব

Lebih Daripada Joler Gaan

Lihat semualogo

Anda Mungkin Suka