menu-iconlogo
huatong
huatong
kazi-nazrul-islam-harano-hiyar-nikunja-pothe-cover-image

Harano Hiyar Nikunja Pothe

Kazi Nazrul Islamhuatong
chaddavid3huatong
Lirik
Rakaman
হারানো হিয়ার নিকুঞ্জ পথে

হারানো হিয়ার নিকুঞ্জ পথে

কুড়াই ঝরা ফুল একেলা আমি

তুমি কেন হায় আসিলে হেথায়

সুখের স্বরগ হইতে নামি

হারানো হিয়ার নিকুঞ্জ পথে

কুড়াই ঝরা ফুল একেলা আমি

চারিদিকে মোর উড়িছে কেবল

শুকানো পাতার মলিন ফুলদল।

চারিদিকে মোর উড়িছে কেবল

শুকানো পাতার মলিন ফুলদল।

বৃথায় সেথা হায় তব আঁখিজল

ছিটাও অবিরল দিবস জামি

হারানো হিয়ার নিকুঞ্জ পথে

কুড়াই ঝরা ফুল একেলা আমি

এলে অবেলায় পথিক বে’ ভুল

বিধিছে কাঁটায় নাহি যবে ফুল

এলে অবেলায় পথিক বে’ ভুল

বিধিছে কাঁটায় নাহি যবে ফুল

কি দিয়ে বরণ করিও চরণ

নিভিছে জীবন জীবনস্বামী

হারানো হিয়ার নিকুঞ্জ পথে

কুড়াই ঝরা ফুল একেলা আমি

তুমি কেন হায় আসিলে হেথায়

সুখের স্বরগ হইতে নামি

হারানো হিয়ার নিকুঞ্জ পথে

কুড়াই ঝরা ফুল একেলা আমি...

Lebih Daripada Kazi Nazrul Islam

Lihat semualogo

Anda Mungkin Suka