menu-iconlogo
huatong
huatong
avatar

Ekta Chad Chara Raat - [একটা চাদ ছাড়া রাত আধার কালো]

Kumar Bishwajithuatong
forhad99huatong
Lirik
Rakaman

একটা চাঁদ ছাড়া রাত আঁধার কালো

....

মায়ের মমতা ছাড়া কে থাকে ভালো

....

মা গো মা....মা গো মা

তুমি চোখের এতো কাছে থেকেও

দূরে কেন বলোনা

মা গো মা, মা গো মা, মা গো মা

একটু স্নেহ, একটু আদর

একটু তোমার মায়া

পাইনি মাগো অনেক বছর

তোমার আঁচল ছায়া

একটু স্নেহ, একটু আদর

একটু তোমার মায়া

পাইনি মাগো অনেক বছর

তোমার আঁচল ছায়া

মা গো মা,...মা গো মা

তোমার কাছে আসার সকল বাঁধা

এবার তোল না....

মা গো মা, মা গো মা , মা গো মা

খাঁচার পাখি খাঁচায় বসে

দুরের আকাশ দেখে..

কেমন করে ঘুমাও মা গো

আমায় একা রেখে...

খাঁচার পাখি খাঁচায় বসে

দুরের আকাশ দেখে

কেমন করে ঘুমাও মা গো

আমায় একা রেখে

মা গো মা,....মা গো মা

তোমার চরন ধুলা নেবার আশা

পূর্ণ হলো না...

মা গো মা, মা গো মা মা গো মা

একটা চাঁদ ছাড়া রাত আঁধার কালো

.....

মায়ের মমতা ছাড়া কে থাকে ভালো

..

মা গো মা....মা গো মা

তুমি চোখের এতো কাছে থেকেও

দূরে কেন বলোনা...

মা গো মা, মা গো মা, মা গো মা

Lebih Daripada Kumar Bishwajit

Lihat semualogo

Anda Mungkin Suka