তোকে দেখে হয়েছে মনে
প্রেমের হাতে খরি
তুই যে আমার খুব আদরের
ডানা কাটা পরী
তোকে দেখে হয়েছে মনে
প্রেমের হাতে খরি
পৃথিবীতে তুই আমার আর
আমি শুধু তরি
কোথায় তোকে লুকুই আমি
এ ভাবনায় মরি
তুই যে আমার খুব আদরের
ডানা কাটা পরী
তোকে দেখে হয়েছে মনে
প্রেমের হাতে খরি
পৃথিবীতে তুই আমার আর
আমি শুধু তরি
হুমম চলতে,চলতে হঠাৎত করে
সে দিন সেই প্রথম দেখায়
হুমম মনটা যেন ও হারিয়ে গেল
খুজে পাওয়া ছিল দায়
হ,,আজকে তবে একটা কথা
বলছি সরাসরি
তুই যে আমার খুব আদরের
ডানা কাটা পরী।।
তোকে দেখে হয়েছে মনে
প্রেমের হাতে খরি
পৃথিবীতে তুই আমার আর
আমি শুধু তোরি
হুমম চোখ দুটু মায়ায় ভরা
হাসিটা এই রিদয় কারে
একটা মানুষ এত সুন্দর
কেমন করে হতে পারে
হুমম এ রিদয়ে ছিল যত
আশার ছড়া ছড়ি
আজকে যে তা পুর্ন হলো
সেই খুশিতে মরি
তোকে দেখে হয়েছে মনে
প্রেমের হাতে খরি
তুই যে আমার খুব আদরের
ডানা কাটা পরী।।
যে স্বপ্ন একেছি চোখে
আমি বরাবরি
আজকে যে তা পুর্ন হলো
সেই খুশিতে মরি..
তোকে দেখে হয়েছে মনে
প্রেমের হাতে খরি
পৃথিবীতে তুই আমার আর
আমি শুধু তরি
তুই যে আমার খুব আদরের
ডানা কাটা পরী
পৃথিবীতে তুই আমার আর
আমি শুধু তরি
তুই যে আমার খুব আদরের
ডানা কাটা পরী