ওরে নীল দরিয়া
আমায় দে রে দে ছাড়িয়া
ওরে নীল দরিয়া
আমায় দে রে দে ছাড়িয়া
বন্দি হইয়া মনোয়া পাখি হায় রে
কান্দে রইয়া রইয়া
বন্দি হইয়া মনোয়া পাখি হায় রে
কান্দে রইয়া রইয়া
কাছের মানুষ দূরে থুইয়া
মরি আমি ধরফড়াইয়া রে
কাছের মানুষ দূরে থুইয়া
মরি আমি ধরফড়াইয়া রে
দারুণ জ্বালা দিবানিশি
দারুণ জ্বালা দিবানিশি অন্তরে অন্তরে
আমার এত সাধের মন বঁধুয়া হায় রে
কী জানি কী করে
ওরে সাম্পানের নাইয়া
আমায় দে রে দে ভিড়াইয়া
বন্দি হইয়া মনোয়া পাখি হায় রে
কান্দে রইয়া রইয়া