আমি রূপনগরের রাজকন্যা
আমি রূপনগরের রাজকন্যা রূপের জাদু এনেছি
ইরান তুরান পার হয়ে আজ তোমার দেশে এসেছি
আমি রূপনগরের রাজকন্যা রূপের জাদু এনেছি
ইরান তুরান পার হয়ে আজ তোমার দেশে এসেছি
নয়নেরই বান দিয়ে গো
যৌবনেরও দোল দিয়ে গো
নূপুরের তালে তালে তোমায় আমি বেঁধেছি
জানি গো জানি আমি তোমারে যে বেঁধেছি
আমি রূপনগরের রাজকন্যা রূপের জাদু এনেছি
ইরান তুরান পার হয়ে আজ তোমার দেশে এসেছি
সবার চোখে রং লাগিয়ে সবার মনে ঢেউ জাগিয়ে
নতুন দেশের পথে আমি আজকে আবার চলেছি
জানি গো জানি সবার মন কে নিয়ে চলেছি
আমি রূপনগরের রাজকন্যা রূপের জাদু এনেছি
ইরান তুরান পার হয়ে আজ তোমার দেশে এসেছি
আমি রূপনগরের রাজকন্যা রূপের জাদু এনেছি
ইরান তুরান পার হয়ে আজ তোমার দেশে এসেছি