menu-iconlogo
huatong
huatong
avatar

আমার মন্দ স্বভাব জেনেও তুমি

Ram patrahuatong
༄᭄𝙍𝙖𝙢.𝙋𝙖𝙩𝙧𝙖huatong
Lirik
Rakaman
আমার মন্দ স্বভাব, জেনেও তুমি

কেনো চাইলে আমারে।

আমার মন্দ স্বভাব, জেনেও তুমি

কেনো চাইলে আমারে।

এত ভালো হয় কি মানুষ,

নিজের ক্ষতি করে।

হায়রে - এত ভালো হয় কি মানুষ,

নিজের ক্ষতি করে।।

আমার মন্দ স্বভাব, জেনেও তুমি

কেনো চাইলে, আমারে।

এত ভালো হয় কি, মানুষ,

নিজের ক্ষতি করে।

হায়রে - এত ভালো হয় কি, মানুষ,

নিজের ~ ক্ষতি করে।।

*আপলোড* রাম পাত্র*

আমি তো ভুলে থাকি, আমারও রঙ্গে।

তবু তুমি কেনো থাকো,

এই মানুষের সঙ্গে।

আমি তো ভুলে থাকি, আমারও রঙ্গে।

তবু তুমি কেনো থাকো,

এই মানুষের সঙ্গে।

অনাদরে, থেকেও তুমি

অনা~~~~~~দরে

অনাদরে, থেকেও তুমি

রাখো আমায় যতন করে।

এত ভালো হয় কি, মানুষ,

নিজের ক্ষতি করে।

হায়রে - এত ভালো হয় কি, মানুষ,

নিজের ক্ষতি করে।।

*আপলোড* রাম পাত্র*

আমি তো পারি শুধু, যন্ত্রণা দিতে,

তবু তুমি আশা করো, ভালো কিছু পেতে,

আমি তো পারি শুধু, যন্ত্রণা দিতে,

তবু তুমি আশা করো, ভালো কিছু পেতে,

অবহেলা পেয়েও তুমি,

অবহেলা পেয়েও তুমি,

অবহেলা পেয়েও তুমি,

কেনো চাও যে, আপন করে।

এত ভালো হয়, কি মানুষ,

নিজের ক্ষতি করে।

হায়রে - এত ভালো হয়,কি মানুষ,

নিজের ক্ষতি করে।।

আমার মন্দ স্বভাব, জেনেও তুমি

কেনো চাইলে,আমারে।

এত ভালো হয়,কি মানুষ,

নিজের ক্ষতি করে।।

হায়রে - এত ভালো হয়, কি মানুষ,

নিজের ক্ষতি করে।।

*আপলোড* রাম পাত্র*

ঃ- সমাপ্ত ঃ-

Lebih Daripada Ram patra

Lihat semualogo

Anda Mungkin Suka

আমার মন্দ স্বভাব জেনেও তুমি oleh Ram patra - Lirik dan Liputan