menu-iconlogo
huatong
huatong
avatar

Por Manushe dukkho Dile

Rinkuhuatong
pretntioushuatong
Lirik
Rakaman
ওরে পর মানুষে দূঃখ দিলে...

দূঃখ মনে হয় না...

পর মানুষে দূঃখ দিলে...

দূঃখ মনে হয় না...

আপন মানুষ কষ্ট দিলে...

মেনে নেয়া যায়না....

পর মানুষে দূঃখ দিলে দূঃখ মনে হয় না

পর মানুষে দূঃখ দিলে দূঃখ মনে হয় না

আপন মানুষ কষ্ট দিলে মেনে নেয়া যায়না

আপন মানুষ কষ্ট দিলে মেনে নেয়া যায়না

সবার একজন মনের মানুষ

প্রাণের মানুষ থাকে

মনও প্রাণ উজার করিয়া

ভালোবাসে তাকে

সবার একজন মনের মানুষ

প্রাণের মানুষ থাকে

মনও প্রাণ উজার করিয়া

ভালোবাসে তাকে

ভালবাসে যে যাকে কষ্ট যেন দেয়না

ভালবাসে যে যাকে কষ্ট যেন দেয়না

আপন মানুষ কষ্ট দিলে মেনে নেয়া যায়না

আপন মানুষ কষ্ট দিলে মেনে নেয়া যায়না

পর মানুষে দূঃখ দিলে দূঃখ মনে হয় না

পর মানুষে দূঃখ দিলে দূঃখ মনে হয় না

আপন মানুষ কষ্ট দিলে মেনে নেয়া যায়না

আপন মানুষ কষ্ট দিলে মেনে নেয়া যায়না

পাথরের আঘাতে কেহ খুশিতে হাসে

ফুলের আঘাত পাইয়া আবার কেঁদে দূলায় মিশে

পাথরের আঘাতে কেহ খুশিতে হাসে

ফুলের আঘাত পাইয়া আবার কেঁদে দূলায় মিশে

পাথরের আঘাত সয় গায়ে

ফুলের আঘাত সয়না

পাথরের আঘাত সয় গায়ে

ফুলের আঘাত সয়না

আপন মানুষ কষ্ট দিলে মেনে নেয়া যায়না

আপন মানুষ কষ্ট দিলে মেনে নেয়া যায়না

পর মানুষে দূঃখ দিলে দূঃখ মনে হয় না

পর মানুষে দূঃখ দিলে দূঃখ মনে হয় না

আপন মানুষ কষ্ট দিলে মেনে নেয়া যায়না

আপন মানুষ কষ্ট দিলে মেনে নেয়া যায়না

ভাল লাগলে স্বারথ ভূলে ভালবেসে যেও

ভাল যারে বাসিয়াছো ভালবেসে যেও

ভাল লাগলে স্বারথ ভূলে ভালবেসে যেও

ভাল যারে বাসিয়াছো ভালবেসে যেও

আক্কাস দেওয়ান মরলে কইও সে যেন ছোয়না

আক্কাস দেওয়ান মরলে কইও সে যেন ছোয়না

আপন মানুষ কষ্ট দিলে মেনে নেয়া যায়না

আপন মানুষ কষ্ট দিলে মেনে নেয়া যায়না

পর মানুষে দূঃখ দিলে দূঃখ মনে হয় না

পর মানুষে দূঃখ দিলে দূঃখ মনে হয় না

আপন মানুষ কষ্ট দিলে মেনে নেয়া যায়না

আপন মানুষ কষ্ট দিলে মেনে নেয়া যায়না

ধন্যবাদ সবাইকে

প্লিজ কপি করা থেকে দূরে থাকুন

Lebih Daripada Rinku

Lihat semualogo

Anda Mungkin Suka