ফাটাফাটি গান সোনা বন্ধু তুই আমারে
সোনা বন্ধু তুই আমারে
সোনা বন্ধু তুই আমারে
সোনা বন্ধু তুই আমারে করলিরে দিওয়ানা
মনে তো মানেনা, দিলে তো বুঝেনা।
সোনা বন্ধুর এমনি গুণ,
জল দিলে নিভেনা আগুন।
সোনা বন্ধুর এমনি গুণ,
জল দিলে নিভেনা আগুন।
কি দিয়ে নিভাবো আগুন
আমায় একটু বলনা।
মনে তো মানেনা, দিলে তো বুঝেনা।
সোনা বন্ধু তুই আমারে করলিরে দিওয়ানা
মনে তো মানেনা, দিলে তো বুঝেনা।
সোনা বন্ধুর মুখের হাসি
যেন পূর্ণিমা শশী,
সোনা বন্ধুর মুখের হাসি
যেন পূর্ণিমা শশী,
হাসিতে হ ইলাম পাগল
ঘরে থাকতে দিলানা।
মনে তো মানেনা, দিলে তো বুঝেনা
সোনা বন্ধু তুই আমারে করলিরে দিওয়ানা
মনে তো মানে না দিলে তো বুঝেনা
আরো গান পেতে চাইলে songbook check plz
সোনা বন্ধুর প্রেমের তরী
চালাই তারে কেমন করি,
সোনা বন্ধুর প্রেমের তরী...
চালাই তারে কেমন করি,
পাল তুলিয়া বইসা রইলাম।
মাঝির দেখা পাইলাম না।
মনে তো মানেনা, দিলে তো বুঝেনা।
সোনা বন্ধু তুই আমারে করলিরে দিওয়ানা
মনে তো মানেনা, দিলে তো বুঝেনা।
সোনা বন্ধু তুই আমারে করলিরে দিওয়ানা
মনে তো মানেনা, দিলে তো বুঝেনা।
সোনা বন্ধু তুই আমারে করলিরে দিওয়ানা
মনে তো মানেনা, দিলে তো বুঝেনা।
সোনা বন্ধু তুই আমারে।
ধন্যবাদ