menu-iconlogo
huatong
huatong
shiekh-sadi-ajob-duniya-cover-image

Ajob Duniya

Shiekh Sadihuatong
AlveeAhmedNibirhuatong
Lirik
Rakaman
লোকে মুখে শত কথা অযথায় কত কিছু রটে

অন্যের ভালো দেখে হিংসায় বুকটা ফাটে

ক্ষতি কারো হলে আমার কিছু যাই না বটে

আর ভুলগুলো চাইনা কোনদিনও শুধরাতে

আজব দুনিয়া

এখানে মিথ্যের বসবাস, সত্যের নেই কোন ঠিকানা

আজব দুনিয়া

এখানে মিথ্যের বসবাস, সত্যের নেই কোন ঠিকানা

আমরা এখন খুব আধুনিক

স্টেটাস দিয়ে দেশ করি ঠিক

যুদ্ধে যাব নিয়ে ফ্যান ফলোয়ার

ব্লক করে ভেঙে দেব সব হাতিয়ার

যা খুশি তা বানাব ট্রেন্ড

সাপোর্ট দিবে আমার ফ্যানস

চাই বেশি লাইক আর কমেন্ট

এটাই আমার অ্যাচিভমেন্ট

আজব দুনিয়া

এখানে মিথ্যের বসবাস, সত্যের নেই কোন ঠিকানা

আজব দুনিয়া

এখানে মিথ্যের বসবাস, সত্যের নেই কোন ঠিকানা

আমরা এখন ভীষণ জ্ঞানী

পোশাক দেখেয় মানুষ চিনি

মাথায় টুপি আর মুখে দাড়ি

কনফার্ম ছেলেটা সন্ত্রাসী

ওয়েস্টার্ন ড্রেস পরা সকল নারী

চরিত্র তাদের হয় বিক্রি

আর আমি দুধ ধোওয়া তুলসী পাতা

চরিত্র আমার ফুলে ঢাকা

আজব দুনিয়া

এখানে মিথ্যের বসবাস, সত্যের নেই কোন ঠিকানা

আজব দুনিয়া

এখানে মিথ্যের বসবাস, সত্যের নেই কোন ঠিকানা

Lebih Daripada Shiekh Sadi

Lihat semualogo

Anda Mungkin Suka