menu-iconlogo
logo

Rana’s Library – Tomake Chai Kache Dure তোমাকে চাই কাছে দূরে

logo
Lirik
তোমাকে চাই কাছে দূরে

Singer: Tahsan & Kuhu Mannan

Arranged By Rana

*************

*************

(M)তোমাকে চাই কাছে দূরে

তোমাকে চাই এই হৃদয়ে

রাতের আকাশের বিশালতায়

তোমাকে চাই সেই প্রিয় সুরে

(F)তোমাকে চাই কাছে দূরে

তোমাকে চাই এই হৃদয়ে

রাতের আকাশের বিশালতায়

তোমাকে চাই সেই প্রিয় সুরে

(M)ঘুম ভেঙে জেগে উঠি হঠাৎ

কাছে পাবার এই অজুহাত

(F)চোখ মেলে যদি দেখা হয়

হারাবো তোমার আছে যে ভয়

(M)তোমাকে চাই খুব কাছে

থেকো তুমি পাশে শুধু ভালোবেসে

তোমাকে চাই অনুভবে, প্রতিটি নিশ্বাসে

(F)তোমাকে চাই খুব কাছে

থেকো তুমি পাশে শুধু ভালোবেসে

তোমাকে চাই অনুভবে, প্রতিটি নিশ্বাসে

*************

*************

(M)যেন ভুলে না যাও যাই যদি

ছেড়ে যাবোনা কভু একাকী

চোখ বুজে তোমার ঘুমাবো আমি

স্বপ্নের চেয়েও বেশি দামি

(F)যেন ভুলে না যাও যাই যদি

ছেড়ে যেওনা কভু একাকী

চোখ বুজে আমার ঘুমাবে তুমি

স্বপ্নের চেয়েও বেশি দামি

(M)ঘুম ভেঙে জেগে উঠি হঠাৎ

কাছে পাবার এই অজুহাত

(F)চোখ মেলে যদি দেখা হয়

হারাবো তোমার আছে যে ভয়

তোমাকে চাই খুব কাছে

থেকো তুমি পাশে শুধু ভালোবেসে

তোমাকে চাই অনুভবে, প্রতিটি নিশ্বাসে

(M)তোমাকে চাই খুব কাছে

থেকো তুমি পাশে শুধু ভালোবেসে

তোমাকে চাই অনুভবে, প্রতিটি নিশ্বাসে

==ধন্যবাদ==

Rana’s Library – Tomake Chai Kache Dure তোমাকে চাই কাছে দূরে oleh Tahsan/Kuhu Mannan - Lirik dan Liputan