menu-iconlogo
huatong
huatong
avatar

Jodi Bhul Kore Kache

Tapan Chowdhuryhuatong
mlford1976huatong
Lirik
Rakaman
যদি ভুল করে কাছে এছে থাকি

যদি ভুল করে ভালোবেসে থাকি

তবে সে ভুলের অনূশোচনা

আমাকে করতে দাও ।

বিরহের অনলে আজ...আমাকে পুড়তে দাও

যদি ভুল করে কাছে এছে থাকি...

হয়তো এ গান হবে শেষ গান..

জানবেনা ছিলো কি অভিমান...

হয়তো এ গান হবে শেষ গান..

জানবেনা ছিলো কি অভিমান...

একটু না পাওয়ার,বেদনা নিয়ে...

একটু না পাওয়ার.. বেদনা নিয়ে...

আমায় একা তুমি কাঁদতে দাও

যদি ভুল করে কাছে এছে থাকি

যদি ভুল করে ভালোবেসে থাকি

তবে সে ভুলের অনূশোচনা

আমাকে করতে দাও ।

বিরহের অনলে আজ...আমাকে পুড়তে দাও

যদি ভুল করে কাছে এছে থাকি...

একদিন শেষ হবে এ জীবন

ডাকবে আমায় কাছে,মরন....

একদিন শেষ হবে এ জীবন

ডাকবে আমায় কাছে,মরন....

ভেঙ্গে যাওয়া সপ্নো,হৃদয়ে নিয়ে..

ভেঙ্গে যাওয়া সপ্নো,হৃদয়ে নিয়ে..

আমায় একা তুমি,বাঁচতে দাও ।

যদি ভুল করে কাছে এছে থাকি

যদি ভুল করে ভালোবেসে থাকি

তবে সে ভুলের অনূশোচনা

আমাকে করতে দাও ।

বিরহের অনলে আজ...আমাকে পুড়তে দাও

যদি ভুল করে কাছে এছে থাকি...

Lebih Daripada Tapan Chowdhury

Lihat semualogo

Anda Mungkin Suka