গানঃ ভালো বাসবো বন্ধুয়া
শিল্পীঃ এন্ড্রু কিশোর ও কঁনক চাঁপা
আপলোডঃ সোহেল রানা পি এস এফ ফ্যামিলি
চয়েস বাইঃ প্রিয়া পি এস এফ ফ্যামিলি ক্যাপ্টেন
ছেলেঃ বুকে বান্ধিয়া যতন করিয়া
ভালো বাসবো তোমায় বন্ধুয়া...
যনম যনম ধরিয়া মনের মতো করিয়া
মেয়েঃ বুকে বান্ধিয়া যতন করিয়া
ভালো বাসবো তোমায় বন্ধুয়া.....
জনম জনম ধরিয়া মনের মতো করিয়া
মিউজিকঃ অপেক্ষা করুন
মিউজিক ফলো করে গান করুন
ছেলেঃ সহেনা মনে কোন জাতনা
কাছে যখন থাকোনা
মিউজিক
মেয়েঃ পথও চাহিয়া দিন রজনী
থাকবে তোমার সজনী
ছেলেঃ তুমি বিহনে বাঁচি কেমনে
থাকো থাকো প্রানে মিশিয়া
জনম জনম ধরিয়া
মনের মতো করিয়া
মেয়েঃ বুকে বান্ধিয়া যতন করিয়া
ভালো বাসবো তোমায় বন্ধুয়া
জনম জনম ধরিয়া
মনের মতো করিয়া
মিউজিক
পি এস এফ ফ্যামিলিতে সবাইকে স্বাগতম
আপলোড সোহেল রানা পি এস এফ
মেয়েঃ শ্রাবণেরও দিন কাটে একলা
চাই তোমারে সারাবেলা
মিউজিক
ছেলেঃ সুখেরো লাগি তোমারি সনে
ডাকিও আমায় গোপনে
মেয়েঃ নিশি জাগিয়া তোমার ও প্রিয়া
যাবে তোমায় স্বপন দেখিয়া
জনম জনম ধরিয়া
মনের মতো করিয়া
ছেলেঃ বুকে বান্ধিয়া যতন করিয়া
ভালো বাসবো তোমায় বন্ধুয়া
জনম জনম ধরিয়া মনের মতো করিয়া
মেয়েঃ বুকে বান্ধিয়া যতন করিয়া
ভালো বাসবো তোমায় বন্ধুয়া
জনম জনম ধরিয়া মনের মতো করিয়া
ধন্যবাদ সবাইকে