menu-iconlogo
logo

*চন্দ্র সূর্য চিরদিনে একই রং একই ঢং

logo
avatar
কুমার শানু/প্রিয়াlogo
≛⃝🕊❤️𝄞🅼🅾🆉🅸🅱🆄🆁☆⃝🅩🅜🅛logo
Cantar no App
Letra
চন্দ্র সূর্য, চিরদিনে

একই রং একই ঢং

ভালো বাসা বর্ণচোরা

কত যে রং কত ঢং

==============

সে আসে যদি....ই ই

হয়ে যে নদী

একুলে ওকুলে ছলকাতে চায়

জানে না, মানে না, শোনে না

কত যে কি বদলাতে চায়

জানে না, মানে না, শোনে না

কত যে কি বদলাতে চায়

সে আসে যদি....ই ই

হয়ে যে নদী

একুলে ওকুলে ছলকাতে চায়

জানে না, মানে না, শোনে না

কত যে কি বদলাতে চায়

জানে না, মানে না, শোনে না

কত যে কি বদলাতে চায়

কত যে কি বদলাতে চায়...

কত যে কি বদলাতে চায়

-==আপলোড বাই মজিবুর==-

জীবনে সে ঢেউ যদি হয় গো জোয়ার

সে ঢেউ মানে না তো মানা

কি ক্ষতি ভেসে যাক হারালে

হারাক সে ঠিকানা

ঐ স্রোতে ভাসা......

যত ভালোবাসা যেন

নয়নে নয়নে চমকাতে চায়

জানে না, মানে না, শোনে না

কত যে কি বদলাতে চায়

জানে না, মানে না, শোনে না

কত যে কি বদলাতে চায়

সে আসে যদি....ই ই

হয়ে যে নদী

একুলে ওকুলে ছলকাতে চায়

-==আপলোড বাই মজিবুর==-

বুকেতে সোহাগ যদি জমেই থাকে

বিলিয়ে দিতে তাকে কেন দিদা..

নিজেকে দিয়ে যেতে কেন এত লজ্জা

কেন এত বাঁধা

মন তাকে দিয়ে....এ এ

যাও মন নিয়ে

যদি এ মন ও মনে মিশে যেতে চায়

জানে না, মানে না, শোনে না

কত যে কি বদলাতে চায়

জানে না, মানে না, শোনে না

কত যে কি বদলাতে চায়

সে আসে যদি....ই ই

হয়ে যে নদী

একুলে ওকুলে ছলকাতে চায়

====ধন্যবাদ====

*চন্দ্র সূর্য চিরদিনে একই রং একই ঢং de কুমার শানু/প্রিয়া – Letras & Covers