menu-iconlogo
huatong
huatong
-mora-ar-jonome-cover-image

মোরা আর জনমে💟mora ar jonome

নজরুল গীতিhuatong
Md.Raton_ABS🇧🇩huatong
Letra
Gravações
মোরা আর জনমে

হংস মিথুন ছিলাম

Upload By Md.Raton_ABS

======================

মোরা আর জনমে..,

হংস মিথুন ছিলাম...

মোরা আর জনমে..,

হংস মিথুন ছিলাম...

ছিলাম নদীর ও চরে....

যুগল রুপে,এসেছি গো..,

আবার মাটিরো ঘরে....

মোরা আর জনমে..,

হংস মিথুন ছিলাম।

=====================

Created by ABS

=====================

তমাল তরু,চাপা লতার মতো...

জড়িয়ে কত,জনম হলো গত...

তমাল তরু,চাপা লতার মতো...

জড়িয়ে কত,জনম হলো গত...

সেই বাধনের,চিহ্ন আজো জাগে

জাগে হিয়ার থরে থরে...

মোরা আর জনমে

হংস মিথুন ছিলাম।

==================

Choice by

Sopno_mithun_ABS

==================

বাহুরো ডোরে..,বেঁধে আজো.

ঘুমের ঘোরে যেন

ঝরে বন লতার মতো..

লুটিয়ে কাঁদো কেন...

বনের কপত,কপোতাক্ষির তীরে

পাখায় পাখায়,বাঁধা ছিলামনীড়ে

বনের কপত,কপোতাক্ষির তীরে

পাখায় পাখায়,বাধা ছিলাম নীড়ে

চিরোতরে হলো,ছাড়া ছাড়ি,

নিঠুর ব্যাধিরো সরে৷

মোরা আর জনমে..

হংস মিথুন ছিলাম...

ছিলাম নদীর ও চরে....

যুগলো রুপে,এসেছি গো..

আবার মাটিরো ঘরে৷

মোরা আর জনমে৷

হংস মিথুন ছিলাম।

====================

Mais de নজরুল গীতি

Ver todaslogo

Você Pode Gostar