পরানে পরানে বান্ধিলা আমায়
রাইখাে তুমি এমনাে করে
ও জীবনে মরনে চাই পাশে তােমায়
রইব আমি তােমার আদরে
আজ আকাশে বাতাসে দিলাম জানিয়ে এ
এই মনটা শুধু যে তােমার
ওই বুকে বানাইয়া আমার ঘর
আমি থাকমু বন্ধু সারা জনম ভর
এই বুকে বানাইয়া তােমার ঘর
বন্ধু থাইকো তুমি সারা জনম ভর
তুমিতাে গলার মালা
দিওনা রে আর জালা
করিলে অবহেলা যাব মরিয়া
জান রে কেনো বােঝনা
এ হৃদয় আর কারো না
তােমারি পিরিতে কবে গেছি হারাইয়া
ছাইরাে না হাত আসুক যতই ঝড়
তুমি ছাইরাে না হাত আসুক যতই ঝড়
ওই বুকে বানাইয়া আমার ঘর
আমি থাকমু বন্ধু সারা জনম ভর
এই বুকে বানাইয়া তােমার ঘর
বন্ধু থাইকো তুমি সারা জনম ভর
উতলা মন কেনো হয়
তােমারে খুব কাছে চাই
মাথারী মুকুট করিয়া রাখমু তুলিয়া
জোছনা দিয়ে সাজাইয়া
তােমারে সাথে নিয়া
হারাবাে আজকে চলাে অচিন সীমানায়
আমারে কইরাে নারে পর
আমারে কইরাে নারে পর
ওই বুকে বানাইয়া আমার ঘর
আমি থাকমু বন্ধু সারা জনম ভর
এই বুকে বানাইয়া তােমার ঘর
বন্ধু থাইকো তুমি সারা জনম ভর
ওই বুকে বানাইয়া আমার ঘর
বন্ধু থাইকো তুমি সারা জনম ভর