শিরোনাম:-প্রেম না বুঝিয়া।
শিল্পী:- আকাশ মাহামুদ।
লিরিক্স:-জাকির মাস্টার।
⫸=====Rifat=====⫷
প্রেম না বুঝিয়া ভুল করিলাম রে,
প্রেম না বুঝিয়া ভুল করিলাম রে,
পড়লে প্রেমে কাঁদতে হবে,
অসময়ে কেউ না রবে,দুঃখের সাগরে,
আমি লোকসমাজে দুশি হইলাম,
চোখের পানি সঙ্গী কইরা রে,
আমি লোকসমাজে দুশি হইলাম,
চোখের পানি সঙ্গী কইরা রে,
বুঝলাম প্রেমেরও রীতি,
কাঁদতে হয় দিবারাত্রি,
অন্ধকারে ডুবল জীবন রে,
বুঝলাম প্রেমেরও রীতি,
কাঁদতে হয় দিবারাত্রি,
অন্ধকারে ডুবল জীবন রে,
মিথ্যা আশায় মন বান্ধিলাম,
ভালবাইসা সব হারাইলাম
দুঃখ নিয়ে গেলাম চইলা রে,
আমি লোকসমাজে দুশি হইলাম,
চোখের পানি সঙ্গী কইরা রে,
আমি লোকসমাজে দুশি হইলাম,
চোখের পানি সঙ্গী কইরা রে,
যাইয়া প্রেমের দুনিয়ায়,
বিশ লাগিল কলিজায়,
পছন্দ ধরলো আমার মনেরে
যাইয়া প্রেমের দুনিয়ায়,
বিশ লাগিল কলিজায়,
পছন্দ ধরলো আমার মনেরে
বুকটা আমার হইলো ফাঁকা,
তুইতো সুখে আছিস একা,
অবহেলায় রইলাম পইড়ারে
আমি লোকসমাজে দুশি হইলাম,
চোখের পানি সঙ্গী কইরা রে,
আমি লোকসমাজে দুশি হইলাম,
চোখের পানি সঙ্গী কইরা রে,
প্রেম না বুঝিয়া ভুল করিলাম রে,
প্রেম না বুঝিয়া ভুল করিলাম রে,
পড়লে প্রেমে কাঁদতে হবে,
অসময়ে কেউ না রবে,দুঃখের সাগরে,
আমি লোকসমাজে দুশি হইলাম,
চোখের পানি সঙ্গী কইরা রে,
আমি লোকসমাজে দুশি হইলাম,
চোখের পানি সঙ্গী কইরা রে,
⫸=ধন্যবাদ=⫷