বন্ধুু আমার প্রেম উজালা
ও তার মনটা বড় ভোলা ভালারে
তারে আমি দিলাম আমার
হৃদয় ফুলের মালা রে
তারে আমি দিলাম আমার
হৃদয় ফুলের মালা রে।।
বন্ধুর বাড়ির ফুল বাগানে
আমরা কইতাম কথা ফুলের সনে রে
প্রেমো রসে কানায় কানায়
ভরতে নদী নালারে
প্রেমো রসে কানায় কানায়
ভরতো নদী নালারে
চয়েস:-তানভীর আহম্মেদ
আপলোড:-জীবন বাংলাদেশী
বন্ধুর মুখের মিষ্টি হাসি
তারে আমি বড় ভালোবাসী রে
কূলবিনাশী হাসি আমায়
করিলো উতলা রে
কূলবিনাশী হাসি আমায়
করিলো উতলা রে
দিন কাটেনা রাত কাটেনা বন্ধু
থাকলে দূরে মন বোঝেনা রে
জাহাঙ্গীর রানা কয় প্রেমে
পড়লে মরণ জ্বালা রে
জাহাঙ্গীর রানা কয় প্রেমে
পড়লে মরণ জ্বালা রে.
বন্ধু আমার প্রেম উজালা
ও তার মনটা বড় ভোলা ভালা রে
তারে আমি দিলাম আমার
হৃদয় ফুলের মালা রে
তারে আমি দিলাম আমার
হৃদয় ফুলের মালা রে