menu-iconlogo
logo

তোমাকে আমি ভালবাসি কত বলিতে জীবন Tomake ami valobashi koto

logo
avatar
Andrew Kishore/Sabina Yeasminlogo
🖤⃝ᶦᶬ᭄Nasib🖤⃝࿐bᵈ᭄logo
Cantar no App
Letra
শিল্পীঃ এন্ড্রুকিশোর ও সাবিনা ইয়াসমিন

Upload: Nasib. id= 13273702710

=======N========

ছেলে: তোমাকে আমি

ভালোবাসি কত

বলিতে জীবন

হয়ে যাবে পার,হয়ে যাবে পার

মেয়ে: মধুরও মিলন

হবে যে কখন

তোমাকে পেয়ে কেনো

ভয় হারাবার,ভয় হারাবার

=======N========

ছেলে: বুক থেকে প্রাণটাকে

বাহির করে

এ বুকে'ই তোমাকে..রাখবো ধরে

=======N========

মেয়ে: এক পলকের তরে হলে তুমি পর

তখনি আমি যেনো যাই গো মরে

ছেলে: তুমি ছাড়া বাঁচবো না

আমি বুঝি আর, আমি বুঝি আর

তোমাকে অামি

ভালোবাসি কত

বলিতে জীবন

হয়ে যাবে পার,হয়ে যাবে পার

মেয়ে: মধুরও মিলন

হবে যে কখন

তোমাকে পেয়ে কেনো

ভয় হারাবার,ভয় হারাবার

=======N========

ছেলে: সব পেয়েছি আমি

তোমাকে পেয়ে

কি হবে মিছে'ই আর স্বর্গ চেয়ে

=======N========

মেয়ে: মরণো মেনে নেব যদি তুমি চাও

তোমার'ই প্রেমের'ই গানটি গেয়ে

ছেলে: তোমার'ই প্রেমের কাছে

মেনেছি যে হার, মেনেছি যে হার

তোমাকে অামি,ভালোবাসি কত

বলিতে জীবন

হয়ে যাবে পার,হয়ে যাবে পার

মেয়ে: মধুরও মিলন

হবে যে কখন

তোমাকে পেয়ে কেনো

ভয় হারাবার,ভয় হারাবার

=====ধন্যবাদ=====

তোমাকে আমি ভালবাসি কত বলিতে জীবন Tomake ami valobashi koto de Andrew Kishore/Sabina Yeasmin – Letras & Covers