menu-iconlogo
logo

যদি পারো Jodi Paro

logo
Letra
গানঃ যদি পারো

শিল্পীঃ আরফিন রুমি

আপলোডঃ AR.Rumi+Imu

Uploaded by ༺?AR.Rumi+Imu?༻

ID ---13372553409

গান রেকর্ড করার সময় হেডফোন সাউন্ড একটু

কমিয়ে নিবেন।

ছেলেঃ[ হুম যতটুকু পথ, পারো এগিয়ে এসো--।

বাকিটা না হয় আমি এলাম।

কতটা ভালোবাসো এটুকু বলো--।

বাকিটা ভালো আমি বেসে নিলাম।

মেয়েঃ] হো হৃদয় উজাড় করা ভালোবাসায়।

থাকেনা যে হারানো ভয়--।

ছেলেঃ] ভালোবাসি ভালোবেসে যাবো।

যদি পারো কাছাকাছি থেকো।

হাতটা যদি আকড়ে ধরো।

শত জনমের প্রেম তোমায় দেবো।

দুজনেঃ] ভালোবাসি ভালোবেসেই যাবো।

যদি পারো কাছাকাছি থেকো।

হাতটা যদি আকড়ে ধরো।

শত জনমের প্রেম তোমায় দেবো।

༺?AR.Rumi+Imu?༻

ছেলেঃ] হুম ভাবিনি এভাবে।

ভালোবাসা দিয়ে।

রাঙাবে জীবন আমার।

মেয়েঃ] তোমার আদর।

সোহাগ দিয়ে--।

জাগাবে আবার।

ছেলেঃ] হো হৃদয় উজাড় করা ভালোবাসায়।

থাকেনা যে হারানো ভয়__।

মেয়েঃ] ভালোবাসি ভালোবেসে যাবো।

যদি পারো কাছাকাছি থেকো।

হাতটা যদি আকড়ে ধরো।

শত জনমের প্রেম তোমায় দেবো।

দুজনেঃ] ভালোবাসি ভালোবেসে যাবো।

যদি পারো কাছাকাছি থেকো।

হাতটা যদি আকড়ে ধরো।

শত জনমের প্রেম তোমায় দেবো।

༺?AR.Rumi+Imu?༻

ছেলেঃ] হুম বুঝোনি কতোটা।

তোমাকে চেয়েছি।

মন পাড়াতে রেখে দিয়েছি।

মেয়েঃ] সেই তোমাকে আজ।

পেতে গিয়ে--।

তোমার কাছে এসেছি।

ছেলেঃ] হো হৃদয় উজাড় করা ভালোবাসায়।

থাকেনা যে হারানো ভয়।

মেয়েঃ] ভালোবাসি ভালোবেসে যাবো।

যদি পারো কাছাকাছি থেকো।

হাতটা যদি আকড়ে ধরো।

শত জনমের প্রেম তোমায় দেবো।

ছেলেঃ] ভালোবাসি ভালোবেসে যাবো।

যদি পারো কাছাকাছি থেকো।

হাতটা যদি আকড়ে ধরো।

শত জনমের প্রেম তোমায় দেবো।

মেয়েঃ] ভালোবাসি ভালোবেসে যাবো।

যদি পারো কাছাকাছি থেকো।

হাতটা যদি আকড়ে ধরো।

শত জনমের প্রেম তোমায় দেবো।

দুজনেঃ] ভালোবাসি ভালোবেসেই যাবো।

যদি পারো কাছাকাছি থেকো।

হাতটা যদি আকড়ে ধরো।

শত জনমের প্রেম তোমায় দেবো।

༺?AR.Rumi+Imu?༻

যদি পারো Jodi Paro de Arfin Rumi – Letras & Covers