menu-iconlogo
huatong
huatong
arman-alif-nesha-cover-image

NESHA-নেশা

Arman Alifhuatong
yoTAPOS👦YBMC-🅰♏🅱🇧🇩huatong
Letra
Gravações
তোমার নেশায় পইরা

আমি হইলাম দিওয়ানা,

তোমার জন্য হারায় গেলো

আমার ঠিকানা।

তোমার মতো থাকলা

তুমি খবর নিলা না,

তোমার কাজল রঙে রাঙাও

তুমি কার আঙিনা? - [ ২ বার ]

Tapos-room no-114053

আজ আমার ভেতর জুড়েই

শুধু নেশার বসবাস,

নেশা হাসায় - নেশাই কাঁদায়,

নাই আমি আমার।

রোজ বিকালের মতো

তোমায় আর তো দেখিনা,

আমি আমার মতোই থাকবো ভালো

খবর নিও না।

Tapos-room no-114053

থাকতে হবে তোমায়

ছাড়া কথা ছিলো না,

আজ ভেতর ঘরে ধোঁয়া থাকে,

তুমি থাকো না।

আমার লাল রঙা হৃৎপিন্ড

হইতেছে কালো,

কলিজাটা যাক পুড়ে

তবু তুমি থাকো ভালো। - [ ২ বার ]

Tapos-room no-114053

আজ আমার ভেতর জুড়েই

শুধু নেশার বসবাস,

নেশা হাসায় - নেশাই কাঁদায়,

নাই আমি আমার।

রোজ বিকালের মতো

তোমায় আর তো দেখিনা,

আমি আমার মতোই থাকবো ভালো

খবর নিও না।

Tapos-room no-114053

আমি যেনো কোনদিনও

সিগারেট না ছুঁই,

বলতা তুমি করতা শাসন

লাগতো রে ভালোই।

আজ নিকোটিনে হইছে কালো

ভেতর ঘরের সব,

এখন শাসন করা মায়াবতি

কই গেলো কই? - [ ২ বার ]

Tapos-room no-114053

আজ আমার ভেতর জুড়েই

শুধু নেশার বসবাস,

নেশা হাসায় - নেশাই কাঁদায়,

নাই আমি আমার।

রোজ বিকালের মতো

তোমায় আর তো দেখিনা,

আমি আমার মতোই থাকবো ভালো

খবর নিও না। - [ ২ বার ]

][ সমাপ্ত ][

Mais de Arman Alif

Ver todaslogo

Você Pode Gostar