ফাগুন মাসে কাঁচা বাঁশে
গুনগুনিয়ে ভ্রমর আসে
হায় ফাগুন মাসে কাঁচা বাঁশে
গুনগুনিয়ে ভ্রমর আসে
প্রেমের লাগি বুকটা করে আ আ উ
দুষ্টু কোকিল ডাকে রে
মনে বাঁশি বাজে রে
দুষ্টু কোকিল ডাকে রে
মনে বাঁশি বাজে রে
চোখে চোখে কথা বলো
মুখে কিছুই বলো না
ভালোবাসার নামে কেনো
করো শুধুই ছলনা
হে চোখে চোখে কথা বলো
মুখে কিছুই বলো না
ভালোবাসার নামে কেনো
করো শুধুই ছলনা
থাকলে তুমি আসে পাশে
মনে আমার আবেগ আসে
প্রেমের লাগি বুকটা করে আ আ উ
দুষ্টু কোকিল ডাকে রে
মনে বাঁশি বাজে রে
দুষ্টু কোকিল ডাকে রে
মনে বাঁশি বাজে রে
নদীর বুকে চর
আমি কি তোর পর
আকাশ ভরা চান্দের আলোয়
বাধবো সুখের ঘর
নদীর বুকে চর
আমি কি তোর পর
আকাশ ভরা চান্দের আলোয়
বাধবো সুখের ঘ-র
ধিকি ধিকি জ্বলে আগুন
জলের ছিটায় নিভে না
খোলা আছে মনের দু'য়ার
বাইরে তুমি থেকো না
ধিকি ধিকি জ্বলে আগুন
জলের ছিটায় নিভে না
খোলা আছে মনের দু'য়ার
বাইরে তুমি থেকো না
পথ চেয়ে আছি বসে
কখন তুমি আসবে পাশে
প্রেমের লাগি বুকটা করে আ আ উ
দুষ্টু কোকিল ডাকে রে
মনে বাঁশি বাজে রে