menu-iconlogo
huatong
huatong
avatar

Chhuto

Joy Shahriarhuatong
ohal74554huatong
Letra
Gravações
ঠিক যেভাবে চেয়েছিলে হয়তো হয়নি তা

তাই বলে কি ভেঙে দেবে এই যে বন্ধুতা?

ঠিক যেভাবে চেয়েছিলে হয়তো হয়নি তা

তাই বলে কি ভেঙে দেবে এই যে বন্ধুতা?

কতকিছুই চাইতে পারি, পারবে কি দিতে?

ছুতো তোমার রকমারি, সবকিছু ফিরিয়ে নিতে

ঠিক যেভাবে চেয়েছিলে হয়তো হয়নি তা

তবু তো চাই থাকতে যেন তোমার পাশাপাশি

যোগ-বিয়োগের অংক ভুলে সরল গল্প লিখি

তবু তো চাই থাকতে যেন তোমার পাশাপাশি

যোগ-বিয়োগের অংক ভুলে সরল গল্প লিখি

কতকিছুই চাইতে পারি, পারবে কি দিতে?

ছুতো তোমার রকমারি, সবকিছু ফিরিয়ে নিতে

ঠিক যেভাবে চেয়েছিলে হয়তো হয়নি তা

তাই বলে কি ভেঙে দেবে এই যে বন্ধুতা?

ঠিক যেভাবে চেয়েছিলে হয়তো হয়নি তা

Mais de Joy Shahriar

Ver todaslogo

Você Pode Gostar