আদরে আদরে অন্তরে অন্তরে
শিল্পীঃ কাজী শুভ ও স্বরলিপি
? মেয়েঃ তোর সাথে সারা নিশী,ভিজবো জোছনায়
চাঁদের আলো পড়বে ঝরে তোর মুখটায়
? ছেলেঃ তোর সাথে সারা নিশী,ভিজবো জোছনায়
চাঁদের আলো পড়বে ঝরে তোর মুখটায়
? মেয়েঃ আদরে আদরে অন্তরে অন্তরে
মিশে রবো দু'জনায়
? ছেলেঃ আদরে আদরে অন্তরে অন্তরে
মিশে রবো দু'জনায়
? মেয়েঃ তোর সাথে ভিজবো অঝর বৃষ্টিতে
রংধনু খুঁজবো তোর, অবুঝ দৃষ্টিতে..
? ছেলেঃ তোর সাথে ভিজবো অঝর বৃষ্টিতে
রংধনু খুঁজবো তোর, অবুঝ দৃষ্টিতে..
? মেয়েঃ মিলেমিশে দুজনে চল এক হয়ে যায়...
? ছেলেঃ আদরে আদরে অন্তরে অন্তরে
মিশে রবো দু'জনায়
? মেয়েঃ আদরে আদরে অন্তরে অন্তরে
মিশে রবো দু'জনায়
? ছেলেঃ তোর সাথে লিখবো আকাশ পুরো..টা
হ্নদয়েতে আঁকবো তোর.. ছবিটা
? মেয়েঃ তোর সাথে লিখবো আকাশ পুরো..টা
হ্নদয়েতে আঁকবো তোর.. ছবিটা
? ছেলেঃ চোঁখে চোঁখে চেয়ে...চল, স্বপ্ন বু.নে যায়..
? মেয়েঃ আদরে আদরে অন্তরে অন্তরে
মিশে রবো দু'জনায়
? ছেলেঃ আদরে আদরে অন্তরে অন্তরে
মিশে রবো দু'জনায়
? মেয়েঃ আদরে আদরে অন্তরে অন্তরে
মিশে রবো দু'জনায়
? ছেলেঃ আদরে আদরে অন্তরে অন্তরে
মিশে রবো দু'জনায়
? যবনিকা ?