menu-iconlogo
logo

Mon Pajore Shudhu Tumi Acho

logo
Letra
মন পাজরে সুধু তুমি আছ

কেউতো আর থাকে না ।

ভালবাসি আমি সুধু তোমায়

চোখে তে চোখ রাখো না

ভালবাসা দিয়ে রেখেসী অন্তরে

সেযে কেন মন বুঝে না

কেন থাক দুরে চোখেরই আড়ালে

মন তুমি ছুয়ে দেখো না

মন পাজরে সুধু তুমি আছ

কেউ তো আর থাকে না

ভালবাসি আমি সুধু তোমায়

চোখেতে চোখ রাখ না

ভালবাসি তোমায় যতন করে

এসো না মনের এ একলা ঘরে

ভালবাসি তোমায় যতন করে

এসো না মনের এ একলা ঘরে

ভুলে তুমি যেও না

দুরে আর থেক না

মন খুঁজে তোমাকে

মন পাজরে সুধু তুমি আছ

কেউতো আর থাকে না

ভালবাসি আমি সুধু তোমায়

চোখেতে চোখ রাখ না

দিবানিশি তোমায় চাই যে কাছে

রাখ না মনের এ অন্তর মাঝে

দিবানিশি তোমায় চাই যে কাছে

রাখ না মনের এ অন্তর মাঝে

ভুলে তুমি যেও না

দুরে আর থেক না

মন খুঁজে তোমাকে

মন পাজরে সুধু তুমি আছ

কেউ তো আর থাকে না

ভালবাসি আমি সুধু তোমায়

চোখেতে চোখ রাখ না

ভালবাসা দিয়ে রেখেসী অন্তরে

সেযে কেন মন বুঝে না

কেন থাক দুরে চোখেরই আড়ালে

মন তুমি ছুয়ে দেখো না

মন পাজরে সুধু তুমি আছ

কেউ তো আর থাকে না

ভালবাসি আমি সুধু তোমায়

চোখেতে চোখ রাখ না